হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীর মকবুল হত্যার ৫ আসামি কক্সবাজার থেকে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

বিএনপিকর্মী মকবুল হোসেন হত্যা মামলায় গ্রেপ্তার আসামিরা। ছবি: সংগৃহীত

রাজশাহীর দুর্গাপুর উপজেলার আমগ্রাম এলাকার বিএনপিকর্মী মকবুল হোসেন (৩৫) হত্যা মামলার পাঁচ আসামিকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করা হয়েছে।

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের একটি দল আজ রোববার ভোররাতে কক্সবাজারের সুগন্ধা লাইটহাউসপাড়া এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন দুর্গাপুর উপজেলার তরিপতপুর গ্রামের মো. আলামিন (৩৫), শহিদুল ইসলাম (২৫), মো. শাহাবুর (৩০), মো. রিপন (২৫) ও মেহেদী হাসান ওরফে বাটুল (২২)। র‍্যাব-৫ এর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গত ১৪ এপ্রিল আমগ্রামে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে প্রাণ হারান মকবুল হোসেন। সেদিন অনৈতিক সম্পর্কের জের ধরে বিয়ের দাবিতে ওই এলাকার এক বাড়িতে গিয়ে অনশন শুরু করেছিলেন এক নারী। তখন ওই নারীর পক্ষে-বিপক্ষে সংঘর্ষে জড়ায় বিএনপির দুই পক্ষ।

র‍্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়, মকবুলের মৃত্যুর পর দুর্গাপুর থানায় হত্যা মামলা করেন তাঁর স্ত্রী। মামলার পর র‍্যাব ছায়াতদন্ত শুরু করে। অবশেষে পাঁচ আসামিকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করা হয়। আসামিদের রাজশাহীতে এনে দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়েছে। পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারেও র‍্যাব চেষ্টা করছে বলে জানানো হয়।

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর