হোম > সারা দেশ > রাজশাহী

বৃষ্টিতে প্রাচীর ধসে রেললাইনে, দুই ট্রেন ছাড়ল আড়াই ঘণ্টা পর

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী নগরীর দাসপুকুর এলাকায় রেললাইন ঘেঁষে নির্মাণ করা হয়েছিল ঈদগাহের সীমানা প্রাচীর। আজ রোববার বিকেলে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতে এই সীমানা প্রাচীর ধসে পড়েছে রেললাইনে। এতে দুটি ট্রেন আটকা পড়েছিল। যাত্রীরা পড়েন চরম দুর্ভোগে। রেললাইন থেকে প্রাচীর সরানোর পর ট্রেন দুটি ছেড়ে গেছে প্রায় আড়াই ঘণ্টা দেরিতে। 

সরেজমিনে দেখা গেছে, রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়ক ও রেললাইনের মধ্যে দাসপুকুর এলাকার ঈদগাহ। রেললাইন ঘেঁষে এই ঈদগাহের সীমানা প্রাচীর নির্মাণ করা হয়। প্রাচীরের পাশে ভেতর দিকে উঁচু মাটি থাকলেও বাইরে রেললাইনের দিকে নিচে তেমন মাটিই ছিল না। ফলে তুমুল বৃষ্টির মধ্যে এই প্রাচীরের মধ্যে প্রায় ১০০ মিটার ধসে পড়ে। রেললাইনের দুটি পাতের ওপরেই পড়ে প্রাচীরের ইট। এতে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। সীমানা প্রাচীরের যে অংশটি এখনো ধসে পড়েনি সেটুকু রাতে ভেঙে ফেলতে দেখা গেছে। 

রেলওয়ে সূত্রে জানা গেছে, রেললাইনে প্রাচীর ধসে পড়ার পর বিষয়টি রেল কর্তৃপক্ষকে অবহিত করা হয়। তখন ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জগামী বিরতিহীন বনলতা এক্সপ্রেস ট্রেনকে রাজশাহী রেলওয়ে স্টেশনে থামিয়ে রাখা হয়। আর চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীমুখী কমিউটার ট্রেনকে কাঁকনহাট রেলওয়ে স্টেশনে থামিয়ে রাখা হয়। পরে স্থানীয় লোকজন এবং রেলওয়ের কর্মীরা গিয়ে রেললাইনের ওপর থেকে দেয়ালের ইটগুলো সরান। এরপর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। 

পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার বলেন, ‘রেলওয়ের প্রয়োজনে যে সিগন্যাল পোস্ট নির্মাণ করা হয়, সেটিই আমরা রেললাইন থেকে ৭ ফুট দূরে করি। আর এই ঈদগাহের সীমানা প্রাচীর অবৈধভাবে নির্মাণ করা হয়েছিল রেললাইন থেকে আড়াই ফুট দূরে। ফলে এই প্রাচীরের পুরোটিই এসে পড়ে রেললাইনের ওপর। এতে দুটি ট্রেন আড়াই ঘণ্টা আটকা থেকেছে। লাইন থেকে ইট অপসারণের পরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।’ 

অসীম কুমার আরও বলেন, ‘এই ঘটনায় রেলওয়ের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। আমি নিজে ঘটনাস্থলে গিয়েছিলাম। ঈদগাহ কমিটির সঙ্গে কথা বলেছি। যে অংশটুকু এখনো ধসে পড়েনি, সেটুকুও সরিয়ে নিতে বলেছি যেন এই ধরনের ঘটনা আর না ঘটে। তারা দেয়াল সরিয়ে নিতে চেয়েছেন।’

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার