হোম > সারা দেশ > রাজশাহী

বগুড়ায় আ.লীগ নেতাকে হত্যার চেষ্টায় থানায় অভিযোগ

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শেরপুরে আওয়ামী লীগ নেতাকে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আজ বৃহস্পতিবার দুপুরে থানায় অভিযোগ দিয়েছেন ওই নেতা। এর আগে গতকাল বুধবার রাতে উপজেলার সুঘাট ইউনিয়নের বিনোদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ওই নেতার নাম লাল বাদশা (৪৫)। উপজেলার সুঘাট ইউনিয়নের বিনোদপুর গ্রামের বাসিন্দা ও স্থানীয় আওয়ামী লীগের সদস্য।

লাল বাদশা বলেন, ‘বুধবার সকালে উপজেলা আওয়ামী লীগের শান্তি সমাবেশে আমার গ্রাম থেকে কিছু লোক নিয়ে যাই। সেদিন রাত ১০টার দিকে আমার মোবাইল ফোনে একটি অপরিচিত নম্বর থেকে কল আসে। আওয়ামী লীগের সমাবেশে লোক নিয়ে যাওয়ার ‘অপরাধে’ ওই ব্যক্তি আমাকে দেখে নেওয়ার হুমকি দেন।’

লাল বাদশা আরও বলেন, ‘কিন্তু আমি বিষয়টি আমলে না নিয়ে ঘুমিয়ে যাই। এরপর রাত ১টার দিকে দুর্বৃত্তরা আমার রান্নাঘরে আগুন দেয়। পাশাপাশি আমার শোয়ার ঘরের টিনের বেড়ায় রামদা দিয়ে কোপাতে থাকে। আমার ও পরিবারের সদস্যদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।’

বাদশার প্রতিবেশী বাবু মিয়া বলেন, ‘লোকজনের চিৎকার শুনে আমি বাইরে এসে আগুন দেখতে পাই। পরে প্রতিবেশীরা সাবাই মিলে আগুন নিভিয়ে ফেলি। তবে কারা বাদশাকে হত্যার উদ্দেশ্যে এই হামলা করেছে, সে বিষয়ে কিছু জানা যায়নি।’

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবু কুমার সাহ বলেন, ইতিমধ্যে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

‎রাবিতে ভর্তি পরীক্ষায় ডিপসিক এআইয়ে উত্তর খুঁজছিল এক পরীক্ষার্থী

প্রতীক বরাদ্দের আগেই ফেসবুকে প্রচার, প্রার্থীকে আদালতে তলব

রাজশাহীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

নির্বাচনে ব্যাপক প্রভাব কালোটাকার: বদিউল আলম

রাবিতে ভর্তি পরীক্ষা শুরু কাল, মানতে হবে যেসব নির্দেশনা

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব