হোম > সারা দেশ > রাজশাহী

বগুড়ায় আ.লীগ নেতাকে হত্যার চেষ্টায় থানায় অভিযোগ

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শেরপুরে আওয়ামী লীগ নেতাকে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আজ বৃহস্পতিবার দুপুরে থানায় অভিযোগ দিয়েছেন ওই নেতা। এর আগে গতকাল বুধবার রাতে উপজেলার সুঘাট ইউনিয়নের বিনোদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ওই নেতার নাম লাল বাদশা (৪৫)। উপজেলার সুঘাট ইউনিয়নের বিনোদপুর গ্রামের বাসিন্দা ও স্থানীয় আওয়ামী লীগের সদস্য।

লাল বাদশা বলেন, ‘বুধবার সকালে উপজেলা আওয়ামী লীগের শান্তি সমাবেশে আমার গ্রাম থেকে কিছু লোক নিয়ে যাই। সেদিন রাত ১০টার দিকে আমার মোবাইল ফোনে একটি অপরিচিত নম্বর থেকে কল আসে। আওয়ামী লীগের সমাবেশে লোক নিয়ে যাওয়ার ‘অপরাধে’ ওই ব্যক্তি আমাকে দেখে নেওয়ার হুমকি দেন।’

লাল বাদশা আরও বলেন, ‘কিন্তু আমি বিষয়টি আমলে না নিয়ে ঘুমিয়ে যাই। এরপর রাত ১টার দিকে দুর্বৃত্তরা আমার রান্নাঘরে আগুন দেয়। পাশাপাশি আমার শোয়ার ঘরের টিনের বেড়ায় রামদা দিয়ে কোপাতে থাকে। আমার ও পরিবারের সদস্যদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।’

বাদশার প্রতিবেশী বাবু মিয়া বলেন, ‘লোকজনের চিৎকার শুনে আমি বাইরে এসে আগুন দেখতে পাই। পরে প্রতিবেশীরা সাবাই মিলে আগুন নিভিয়ে ফেলি। তবে কারা বাদশাকে হত্যার উদ্দেশ্যে এই হামলা করেছে, সে বিষয়ে কিছু জানা যায়নি।’

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবু কুমার সাহ বলেন, ইতিমধ্যে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক

কৃষকেরা ধানের বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখেন যে কারণে

প্রাথমিকের শতভাগ বই এলেও সংকট মাধ্যমিকে

নারীকে গলা কেটে হত্যা, সাবেক স্বামী আটক

দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে রাজশাহী

রাজশাহীতে প্রাথমিকের শতভাগ বই পৌঁছেছে, বিদ্যালয়গুলোতে যাচ্ছে নতুন বই

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন