হোম > সারা দেশ > রাজশাহী

বগুড়ায় আ.লীগ নেতাকে হত্যার চেষ্টায় থানায় অভিযোগ

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শেরপুরে আওয়ামী লীগ নেতাকে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আজ বৃহস্পতিবার দুপুরে থানায় অভিযোগ দিয়েছেন ওই নেতা। এর আগে গতকাল বুধবার রাতে উপজেলার সুঘাট ইউনিয়নের বিনোদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ওই নেতার নাম লাল বাদশা (৪৫)। উপজেলার সুঘাট ইউনিয়নের বিনোদপুর গ্রামের বাসিন্দা ও স্থানীয় আওয়ামী লীগের সদস্য।

লাল বাদশা বলেন, ‘বুধবার সকালে উপজেলা আওয়ামী লীগের শান্তি সমাবেশে আমার গ্রাম থেকে কিছু লোক নিয়ে যাই। সেদিন রাত ১০টার দিকে আমার মোবাইল ফোনে একটি অপরিচিত নম্বর থেকে কল আসে। আওয়ামী লীগের সমাবেশে লোক নিয়ে যাওয়ার ‘অপরাধে’ ওই ব্যক্তি আমাকে দেখে নেওয়ার হুমকি দেন।’

লাল বাদশা আরও বলেন, ‘কিন্তু আমি বিষয়টি আমলে না নিয়ে ঘুমিয়ে যাই। এরপর রাত ১টার দিকে দুর্বৃত্তরা আমার রান্নাঘরে আগুন দেয়। পাশাপাশি আমার শোয়ার ঘরের টিনের বেড়ায় রামদা দিয়ে কোপাতে থাকে। আমার ও পরিবারের সদস্যদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।’

বাদশার প্রতিবেশী বাবু মিয়া বলেন, ‘লোকজনের চিৎকার শুনে আমি বাইরে এসে আগুন দেখতে পাই। পরে প্রতিবেশীরা সাবাই মিলে আগুন নিভিয়ে ফেলি। তবে কারা বাদশাকে হত্যার উদ্দেশ্যে এই হামলা করেছে, সে বিষয়ে কিছু জানা যায়নি।’

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবু কুমার সাহ বলেন, ইতিমধ্যে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর