রাজশাহীর বাঘায় পদ্মা নদীতে গোসল করতে নেমে রেখা খাতুন (৮) নামের এক শিশু নিখোঁজ হয়েছে। আজ সোমবার দুপুরে চকরাজাপুর এলাকার পদ্মার ঘাটে এই ঘটনা ঘটে। রেখা নাটোরের লালপুর উপজেলার বিলবাড়িয়া গ্রামের রাজ্জাক আলীর মেয়ে।
জানা গেছে, চকরাজাপুর চরে মা ফেরদৌসী খাতুনের সঙ্গে ঈদ উপলক্ষে নানাবাড়ি বেড়াতে আসে রেখা। আজ দুপুরে খালাতো-মামাতো ভাইবোনদের সঙ্গে চকরাজাপুর পদ্মা নদীতে তারা চার শিশু গোসল করতে নামে। একপর্যায়ে রেখা পানিতে ডুবে যায়।
বিষয়টি তার নানাবাড়িতে জানানো হয়। পরে তার নানাবাড়ি থেকে লোকজন গিয়ে নৌকা ও জাল দিয়ে খোঁজাখুঁজি করেও তাকে পায়নি। খবর ছড়িয়ে পড়ার পর পদ্মাপারে হাজারো মানুষ জড়ো হয়। আজ বিকেল পাঁচটা পর্যন্ত আড়াই ঘণ্টা অতিবাহিত হলেও তাকে খুঁজে পাওয়া যায়নি।
স্থানীয় চকরাজাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ডি এম মনোয়ার হোসেন বাবলু দেওয়ান বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে যাই। স্থানীয় জেলেরা নৌকা নিয়ে উদ্ধারের চেষ্টা করছেন। তবে নদীতে স্রোতের কারণে বিকেল পাঁচটা পর্যন্ত তার সন্ধান মেলেনি। ইতিমধ্যে বিষয়টি রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে জানানো হয়েছে।