হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

উল্লাপাড়ায় স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে হাজারো মানুষ

উল্লাপাড়া (সিরাজগঞ্জের) প্রতিনিধি

সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভা নির্মাণের দীর্ঘ ২৮ বছর পেরিয়ে গেলেও এখনো নির্মাণ করা হয়নি কসাইখানা। তাই উল্লাপাড়া পৌর বাস টার্মিনাল-সংলগ্ন মহাসড়কের পাশে নোংরা ও অপরিষ্কার স্থানে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিনই গরু জবাই করা হচ্ছে। মহাসড়কের পাশে যততত্র ফেলা হচ্ছে গবাদিপশুর বর্জ্য। এতে তৈরি হচ্ছে আবর্জনার স্তূপ। ফলে দুর্গন্ধে রাস্তার পথচারীদের যেমন দুর্ভোগ পোহাতে হচ্ছে, তেমনি দূষিত হচ্ছে পরিবেশ।

এসব ময়লার স্তূপে জীবাণুনাশক স্প্রে না করায় নানা ধরনের ক্ষতিকর ব্যাকটেরিয়া জন্ম নিচ্ছে। এতে করে হুমকির মুখে পড়ছে স্থানীয় বাসিন্দা ও পথচারীরা। এ ছাড়া পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই পশু জবাইয়ে ক্ষুব্ধ ক্রেতারা। 

এ বিষয়ে পথচারী আবুল কালাম জানান, পৌরসভায় নির্দিষ্ট কসাইখানা না থাকায় যেখানে-সেখানে পশু জবাই করা হচ্ছে। বিশেষ করে মহাসড়কের পাশে পশু জবাই করায় দুর্গন্ধে অতিষ্ঠ পথচারীরা। এ ছাড়া পশু মেডিকেলের পরীক্ষা ছাড়াই জবাই করা হচ্ছে পশু। আর অসুস্থ পশুর মাংস খেয়ে অনেকেই রোগাক্রান্ত হয়ে পড়ছে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া। 

উল্লাপাড়া পৌর শহরের মাংস বিক্রেতা খালেক বলেন, ‘কসাইখানার জন্য নির্দিষ্ট স্থান না থাকায় বাধ্য হয়ে মহাসড়কের পাশে পশু জবাই করতে হয়। বিশেষ করে শীতের সময় ঘন কুয়াশায় দুর্ঘটনার স্বীকার হতে হয়। এ ছাড়া কয়েক বছর আগে পশু জবাই করার সময় একজনের নিহতের ঘটনাও ঘটেছে। পৌরসভায় একাধিকবার বলার পরেও এখনো আমরা কসাইখানা পাইনি। আর কসাইখানা না থাকার কারণেই আমাদের রাস্তার ওপর পশু জবাই করতে হয়।’ 

উল্লাপাড়া সদর ৩০ শয্যাবিশিষ্ট হাসপাতালের মেডিকেল অফিসার সামিউল ইসলাম রনি বলেন, ‘রাস্তার পাশে পশু জবাই করে ফেলে যাওয়া বর্জ্য থেকে রোগজীবাণু ছড়িয়ে পড়ছে। এসব রোগজীবাণু মানুষের শরীরে প্রবেশ করলে মানুষের পেটের পীড়া, বুকের সমস্যা, ফুসফুসের সমস্যাসহ নানা ধরনের রোগ দেখা দিতে পারে। এ জন্য ফেলে যাওয়া বর্জ্য পরিষ্কার করে একটি নির্দিষ্ট জায়গায় নিয়ে কেমিক্যালের মাধ্যমে অথবা ন্যূনতম ব্লিচিং পাউডারের মাধ্যমে জীবাণু ধ্বংস করে ফেলা উচিত।’ 

এ বিষয়ে উল্লাপাড়া পৌর মেয়র এস এম নজরুল ইসলাম বলেন, পৌরসভার দুটি সমস্যার মধ্যে একটি হলো ডাম্পিং পয়েন্ট, আরেকটা কসাইখানা। তবে এসব জনদুর্ভোগ লাঘব করতে পাবনা-বগুড়া বৃহত্তর প্রকল্পের মাধ্যমে খুব শিগ্‌গির সমস্যার সমাধান করা হবে।

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার