হোম > সারা দেশ > বগুড়া

পূবালী ব্যাংকের বগুড়া শাখা থেকে টাকা চুরি, গার্ড গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি

পূবালী ব্যাংকের বগুড়া শাখা থেকে তিন লাখ টাকা চুরির অভিযোগে সেখানকার নিরাপত্তাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। ব্যাংকের ওই শাখার ব্যবস্থাপক তহুরা খাতুনের করা মামলায় গ্রেপ্তারের পর হাফিজুর রহমান (৩০) চুরির অভিযোগ অস্বীকার করে বলেছেন, ঘটনার সঙ্গে তাঁর সম্পৃক্ততা নেই।

মামলার তদন্ত কর্মকর্তা বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) ফজলুল হক আজকের পত্রিকাকে বলেন, হাফিজুর রহমানকে আদালতে হাজির করে টাকা চুরির অভিযোগের বিষয়ে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করা হবে। 

মামলার এজাহারে বলা হয়, গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ব্যাংকের সারা দিনের হিসাব মেলানোর সময় তিন লাখ টাকার গড় মিল দেখা দেয়। বিষয়টি পূবালী ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। এরপর পূবালী ব্যাংকের আঞ্চলিক অফিসের সহকারী মহাব্যবস্থাপক ছালামুজ্জামান এই শাখা অফিসে আসেন। এরপর তাঁর উপস্থিতিতে ব্যাংকের সব কর্মকর্তা-কর্মচারীকে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় আর্মড গার্ড হাফিজুর রহমানের কথায় কিছুটা গরমিল পাওয়া যায়। গতকাল মঙ্গলবার গভীর রাতে তাঁকে পুলিশের কাছে সোপর্দ করে মামলা করা হয়।

তবে থানায় হাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘আমার দায়িত্ব ব্যাংকের অভ্যন্তরীণ নিরাপত্তা দেখভাল করা। ক্যাশ সেকশনের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নাই। এ ছাড়া ওই দিন ব্যাংকে প্রবেশ করার পর আমি সেখান থেকে বাইরেও যাইনি। ছুটির পর আমাকে ব্যাংকে আটকে রেখে রাত পৌনে ১টার দিকে থানায় হস্তান্তর করা হয়।’ 

এ নিয়ে জানতে চাইলে পূবালী ব্যাংকের বগুড়া শাখার ব্যবস্থাপক তহুরা খাতুন বলেন, ‘আর্মড গার্ড হাফিজুর রহমান অভ্যন্তরীণ নিরাপত্তা দেখভাল করার পাশাপাশি ক্যাশ সেকশনে টাকা সর্টিংয়ের কাজে সহযোগিতা করে থাকেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি টাকা চুরির কথা স্বীকার করেছেন। তাই পুলিশে হস্তান্তর করে তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে।’

নারীকে গলা কেটে হত্যা, সাবেক স্বামী আটক

দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে রাজশাহী

রাজশাহীতে প্রাথমিকের শতভাগ বই পৌঁছেছে, বিদ্যালয়গুলোতে যাচ্ছে নতুন বই

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল