হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে কৃষক হত্যা: আ.লীগ নেতাসহ ১২ জনের নামে মামলা

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কৃষক আমিরুল ইসলাম প্রামাণিক হত্যার ঘটনায় আওয়ামী লীগের নেতাসহ ১২ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা হয়েছে। গতকাল সোমবার রাতে আমিরুল ইসলামের ছেলে নাঈম প্রামাণিক উল্লাপাড়া মডেল থানায় এই মামলা করেন। উল্লাপাড়া মডেল থানার তদন্ত কর্মকর্তা এনামুল হক মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার আসামিরা হলেন—উল্লাপাড়া উপজেলার মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের ৬ নম্বর ওয়ার্ডের সভাপতি আব্দুল হাই, তাঁর স্ত্রী রনজিতা খাতুন ও ছেলে রাকিবুল ইসলাম, গোলাম কিবরিয়া, রেজাউল করিম, আব্দুস সালাম, হাফিজ উদ্দিন, ফাজিলা খাতুন, বাকি প্রামাণিক, রাফসান প্রামাণিক, টুটুল প্রামাণিক, ডাবলু প্রামাণিক। 

মামলার এজাহার সূত্রে জানা গেছে, আমিরুল ইসলাম উল্লাপাড়া উপজেলার মোহনপুর ইউনিয়নের গোনাইগাঁতী গ্রামের বাসিন্দা। আসামিদের সঙ্গে আমিরুল ইসলামের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। কিছুদিন আগে গ্রামে নলকূপ বসানো নিয়ে তাঁদের মধ্যে বিরোধ শুরু হয়। গত রোববার (২৬ ফেব্রুয়ারি) রাতে আমিরুল ইসলাম, তাঁর ভাই কাজল প্রামাণিক ও ভাতিজা নাহিদুল ইসলাম গ্রামের একটি চায়ের দোকানের সামনে অবস্থান করছিলেন। এ সময় আওয়ামী লীগের নেতা আব্দুল হাইসহ আসামিরা তাঁদের ওপর হামলা চালান। এ সময় আমিরুল ইসলামকে রড ও হাতুড়ি দিয়ে পেটানো হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে সিরাজগঞ্জের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে তাঁকে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা নিউরো সায়েন্স হাসপাতালে পাঠানো হয়। সেখানেই গতকাল সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকালে তিনি মারা যান। 

সিরাজগঞ্জে অডিটরিয়ামের ওয়াশরুম থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

জয়পুরহাটে ট্রাক–ভ্যান সংঘর্ষে নিহত ১

সাজিদের মৃত্যুতে রাষ্ট্রের কাছে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি

দুর্গাপুরে বধ্যভূমিতে শহীদদের স্মরণে শ্রদ্ধা ও মোনাজাত

রাকসুর জিএসকে ‘হত্যার হুমকি’ দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ফেসবুক পোস্ট

বগুড়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে চালক নিহত, আহত তিন

গভীর নলকূপ খনন: বরেন্দ্রজুড়ে শত শত মৃত্যুকূপ

শিশু সাজিদের শেষ বিদায়ে হাজারো মানুষের ঢল

আমার একটা কলিজা হারায় ফেলছি, বিচার চাই: সাজিদের বাবা

প্রাথমিকে শতভাগ বই, মাধ্যমিকে এল অর্ধেক