হোম > সারা দেশ > রাজশাহী

বগুড়ায় ইয়াবা-ফেনসিডিলসহ ৪ জন গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি

বগুড়ায় মাদকবিরোধী অভিযানে ৪০০ পিস ইয়াবা ও ৯৮ বোতল ফেনসিডিলসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার দুপুরে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে বগুড়া জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) ও সিরাজগঞ্জ র‍্যাব ক্যাম্পের সদস্যরা পৃথক দুটি অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। 

এ তথ্য নিশ্চিত করেন সিরাজগঞ্জ র‍্যাব ক্যাম্পের মিডিয়া কর্মকর্তা মো. গোলাম ফারুক ও বগুড়া ডিবির ইনচার্জ মো. সাইহান ওলিউল্লাহ। 

গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে বগুড়ার শাজাহানপুর উপজেলার বনানী বাজার এলাকা থেকে ইয়াবাসহ ইমামুল হোসেন (২৩) ও সজল তালুকদারকে (২৪) গ্রেপ্তার করা হয়। আর ফেনসিডিলসহ বগুড়ার শাজাহানপুর উপজেলার মামুনুর রহমান (৪৩) ও সদর উপজেলার মোস্তফাকে (৫৫) বিকেলে বগুড়া সদর উপজেলার ঠনঠনিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। 

র‍্যাব কর্মকর্তা মো. গোলাম ফারুক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফেনসিডিলসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা বাজারের ব্যাগে করে ফেনসিডিল বিক্রির উদ্দেশে সেখানে এসেছিলেন। তাঁদের বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। 

বগুড়া ডিবির ইনচার্জ মো. সাইহান ওলিউল্লাহ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায়ের সঙ্গে জড়িত। শাজাহানপুর থানায় তাঁদের বিরুদ্ধে মাদক মামলা করা হয়েছে। 

বিনা মামলায় আ.লীগের নেতা-কর্মী গ্রেপ্তার হলে থানা ঘেরাও করব: হারুনুর রশীদ

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার

সীমান্ত দিয়ে আসা অস্ত্র দেশের নিরাপত্তার জন্য হুমকি: বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার

বাঘায় অস্ত্র, গুলিসহ যুবক আটক