চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পূর্ণভবা নদীতে ডুবে এক মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে দিকে উপজেলার রহনপুর রেলব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ মাদ্রাসা শিক্ষার্থীর নাম মুনতাসীর। সে রাজশাহী মসজিদ ই নুর দাখিল মাদ্রাসার ছাত্র।
স্থানীয় ও নিখোঁজের সহপাঠীরা জানান, আজ বৃহস্পতিবার বেলা ১১ দিকে মুনতাসীরসহ কয়েকজন বন্ধু রাজশাহী থেকে ট্রেনযোগে রহনপুর এসে পূর্ণভবা নদীতে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে পানিতে ডুবে যায় মুনতাসীর। স্থানীয়রা নদীতে নেমে খোঁজাখুঁজি করলেও সন্ধান না ফায়ার সার্ভিসকে খবর দেয়।
গোমস্তাপুর উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার মাহতাব জানান, এই স্টেশনে ডুবুরি না থাকায়, রাজশাহী ফায়ার স্টেশন থেকে ডুবুরি দল আনা হয়েছে। তারা শিশুটিকে উদ্ধারে কাজ শুরু করেছে।