কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের কামারখন্দে বাঁশ কাটতে গিয়ে ঠান্ডু মণ্ডল (৫৪) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ সোমবার দুপুরে উপজেলার দশসিকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা বলেন, আজ দুপুরে বাড়ির পাশে বাঁশ কাটার সময় পড়ে গিয়ে গুরুতর আহত হন ঠান্ডু মণ্ডল। পরে তাঁকে আহত অবস্থায় কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ঠান্ডু মণ্ডলকে মৃত্যু ঘোষণা করেন।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।