রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা বিভাগীয় শহরে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক জাহাঙ্গীর আলম সাউদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আগামী শিক্ষাবর্ষ থেকে দেশের চারটি বিভাগীয় শহর ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী এবং খুলনায় ভর্তি পরীক্ষা নেওয়া হবে।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কমিটি চিন্তা-ভাবনা করে এ সিদ্ধান্ত নিয়েছে। দীর্ঘদিন ধরেই একাডেমিক কাউন্সিল চেষ্টা করছে ভর্তি পরীক্ষা বিভাগীয় শহরে নেওয়ার। আপাতত চার বিভাগীয় শহরে পরীক্ষামূলকভাবে পরীক্ষা নেওয়া হবে। এরপর শিক্ষার্থীর সংখ্যা সাপেক্ষে এই সিদ্ধান্ত বিবেচনা করা হবে।’