হোম > সারা দেশ > পাবনা

ভাঙ্গুড়ায় ৯ দিন ধরে নিখোঁজ স্কুলছাত্রী রোদেলা

প্রতিনিধি

ভাঙ্গুড়া (পাবনা): নয় দিন ধরে নিখোঁজ পাবনার ভাঙ্গুড়া উপজেলার স্কুলছাত্রী রোদেলা আকন্দ (১৬)। নিখোঁজ রোদেলা পৌর শহরের শরৎনগর বাজারের আব্দুল লতিফ আকন্দের মেয়ে ও ভাঙ্গুড়া বিজ্ঞান স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী। পরিবারের দাবি তাঁকে অপহরণ করা হয়েছে। 

এ ঘটনায় রোদেলার বাবা আব্দুল লতিফ আকন্দ বাদী হয়ে অপহরণের মামলা করেছেন। মামলায় একই উপজেলার ভবানীপুর গ্রামের মৃত সোহরাব আলীর ছেলে সাখাওয়াত হোসেনসহ (২৩) ৫ জনকে অভিযুক্ত করা হয়। এ ঘটনায় নূর নবী (৩২) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

থানা-পুলিশ ও রোদেলার পরিবার সূত্রে জানা যায়, গত রোববার (২০ জুন) বিকেল পৌনে ৪টার দিকে শহরের শরৎনগর বাজারের নিজ বাড়ির সামনে প্রাইভেট শিক্ষকের অপেক্ষায় দাঁড়িয়ে ছিল রোদেলা। এই সময় সাখাওয়াত হোসেনসহ পাঁচজন লোক একটি সাদা মাইক্রোবাসে জোরপূর্বক তাঁকে তুলে নিয়ে যায়। এরপর অনেক খোঁজাখুঁজি করে মেয়ের সন্ধান না পাওয়ায় তার বাবা বাদী হয়ে সাখাওয়াত হোসেনসহ ৫ জনকে অভিযুক্ত করে থানায় অপহরণ মামলা দায়ের করেন। গত শুক্রবার (২৫ জুন) মামলা দায়েরের পর ওই রাতেই পুলিশ সাখাওয়াতের মামা নূর নবীকে (৩২) গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণ করে। 

এই বিষয়ে মেয়েটির বাবা আব্দুল লতিফ আকন্দের সঙ্গে কথা বলতে চাইলে তিনি শারীরিক ও মানসিকভাবে অসুস্থতা বোধ করছেন উল্লেখ করে কথা বলতে রাজি হননি। তবে রোদেলার বড় বোনের স্বামী রফিকুল ইসলাম বলেন, নয় দিন হলো রোদেলার কোন খোঁজ না পাওয়ায় আমরা চরম দুশ্চিন্তার মধ্যে আছি। তিনি আরও জানান, ক্লাস সিক্স থেকে ওই ছেলেটা রোদেলাকে বিরক্ত করে আসছে। একপর্যায়ে সাখাওয়াতের নানা আব্দুস সামাদ খাঁ রোদেলার পরিবারে বিয়ের প্রস্তাবও দিয়েছিল। হঠাৎ গত রোববার বিকেলে সে লোকজন নিয়ে এসে রোদেলাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। 

এ বিষয়ে জানতে সাখাওয়াত হোসেনের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। জানা গেছে, গ্রেপ্তারের ভয়ে বাড়ির সবাই পলাতক রয়েছে। 

ভাঙ্গুড়া থানার ওসি মো. ফয়সাল বিন আহসান আজকের পত্রিকাকে বলেন, এরই মধ্যে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে। আর মেয়েটিকে উদ্ধারের জন্য পুলিশ জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। 

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার

‘অপারেশন জিরো টলারেন্স ফর ফ্যাসিজম’ কর্মসূচি ঘোষণা রাকসুর জিএস আম্মারের

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা