হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

উল্লাপাড়ায় নির্বাচনী দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে এক পুলিশ কর্মকর্তার মৃত্যু

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের দায়িত্বপালনকালে অসুস্থ হয়ে আবুল কালাম আজাদ (৩৮) নামে পুলিশের এক উপপরিদর্শকের মৃত্যু হয়েছে।

আজ সোমবার ভোর রাতে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। 

নিহত আবুল কালাম আজাদ (সশস্ত্র) সিরাজগঞ্জ পুলিশ লাইনসে কর্মরত ছিলেন। তাঁর গ্রামের বাড়ি পাবনা জেলার ফরিদপুর থানাধীন পাঁচপুংগলী গ্রামে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

পুলিশ জানান, সোমবার অনুষ্ঠিত তৃতীয় ধাপে ইউপি নির্বাচন উপলক্ষে উল্লাপাড়া থানাধীন ৪১ নম্বর ভোটকেন্দ্র দুর্গাপুর ইউনিয়নের শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আইনশৃঙ্খলা রক্ষার্থে পুলিশি নিরাপত্তা ডিউটি পালন করছিলেন আবুল কালাম আজাদ। রাত ৭টার দিকে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাঁকে চিকিৎসার জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে তাঁর মৃত্যু হয়। 

এদিকে এসআই আবুল কালাম আজাদের অকালমৃত্যুতে সিরাজগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার হাসিবুল আলম, বিপিএম গভীর শোক ও দুঃখপ্রকাশ করেন এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

দুয়ারেই বিষাক্ত ধোঁয়া দম বন্ধ পড়াশোনা

রাজশাহীতে কৃষক লীগ নেত্রী ও আ.লীগ সমর্থক আইনজীবীর মনোনয়নপত্র দাখিল

খালেদা জিয়ার মৃত্যু: শোকে স্তব্ধ বগুড়াবাসী

কম্বল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার