হোম > সারা দেশ > রাজশাহী

দশম গ্রেডে বিএসসি প্রকৌশলীদের নিয়োগ না দেওয়ার দাবিতে সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

চাকরিতে দশম গ্রেডে বিএসসি প্রকৌশলীদের নিয়োগ না দেওয়ার দাবিতে বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

চাকরিতে দশম গ্রেডে বিএসসি প্রকৌশলীদের নিয়োগ না দেওয়ার দাবিতে বিক্ষোভ-সমাবেশ ও মানববন্ধন করেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ও ডিপ্লোমা শিক্ষার্থীরা।

আজ শনিবার দুপুর ১২টায় নগরের রেলগেট এলাকায় রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট ও রাজশাহী মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা জড়ো হন। পরে বিক্ষোভ মিছিল নিয়ে তারা নগর ভবনের সামনে যান। সেখানে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়।

ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) আয়োজিত এই সমাবেশে বক্তারা বলেন, এত দিন দশম গ্রেড শুধু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ছিল। হঠাৎ রুয়েটের শিক্ষার্থীরা সেটি নিজেদের অধিকার দাবি করে আন্দোলনে নেমেছেন। এমনকি সম্প্রতি প্রকাশিত রুয়েটের নিয়োগ বিজ্ঞপ্তিতে এর প্রতিফলন ঘটিয়েছে। কেন তাঁরা তাঁদের পদ নিচু স্তরে আনতে চান, তা কেউ বুঝতে পারছে না। এটি করা হলে ডিপ্লোমা প্রকৌশলীর অধিকার ক্ষুণ্ন হবে।

চাকরিতে দশম গ্রেডে বিএসসি প্রকৌশলীদের নিয়োগ না দেওয়ার দাবিতে বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

বক্তারা আরও বলেন, গত বৃহস্পতিবার রুয়েট শিক্ষার্থীরা তিন দফা দাবি জানিয়ে সমাবেশ করেছেন। এই তিন দফা অযৌক্তিক। তারা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ও ডিপ্লোমা প্রকৌশলীদের কটূক্তি না করার আহ্বান জানান। তা না হলে আবারও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী এবং ডিপ্লোমা প্রকৌশলীরা।

কর্মসূচিতে বিভিন্ন দপ্তরে উপসহকারী ও সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ডিপ্লোমা প্রকৌশলীরাও উপস্থিত ছিলেন।

রাজশাহীতে ৯ স্বতন্ত্র প্রার্থীর সবার মনোনয়নপত্র বাতিল

র‍্যাব পরিচয়ে কম্বল বিতরণের কথা বলে ৫ লাখ টাকা আত্মসাৎ, প্রতারক গ্রেপ্তার

সিরাজগঞ্জে ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে যুবককে নির্যাতন করে হত্যার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে

‘ত্রুটিপূর্ণ হলফনামা’ দিয়েও বৈধ হলেন বিএনপির প্রার্থী

পদ্মার চরে দুই মাসের মাথায় আবারও দুর্বৃত্তের গুলিতে যুবক খুন

রাজশাহীতে মিনু-মুজিবুরের মনোনয়ন বৈধ

রাজশাহী শহরের চার ফ্লাইওভার: কাজ শুরুর পর নকশা নিয়ে প্রশ্ন

হলফনামা বিশ্লেষণ: রাজশাহীর ৯২ শতাংশ প্রার্থীই উচ্চশিক্ষিত

বিএনপি কর্মীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করতে গিয়ে দুই ঠিকাদার কারাগারে