নওগাঁর রাণীনগরে হামিদা বিবি (৩৫) নামের এক নারী আঁচল থেকে ৩১০টি ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে তাঁকে ইয়াবাসহ উপজেলার গোনা মধ্যপাড়া গ্রাম থেকে তাঁকে আটক করা হয়। তিনি ওই গ্রামের ইমদাদুল হকের স্ত্রী।
এ নিয়ে জানতে চাইলে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গোনা মধ্যপাড়া গ্রামে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে হামিদা বিবি দৌড়ে পালানোর চেষ্টা করে। সন্দেহ হওয়ায় ওই নারীকে ধরে তল্লাশি করা হয়। পরে পড়নের কাপড়ের আঁচল থেকে ৩১০টি ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। রাতেই তাঁর বিরুদ্ধে মামলা করে আজ শুক্রবার আদালতে হাজির করা হয়। আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’