হোম > সারা দেশ > রাজশাহী

একা বাড়িতে দুদিন ধরে মৃত পড়ে ছিল বৃদ্ধা 

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী নগরীতে বাসার দরজা ভেঙে এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তাঁর নাম জয়শ্রী ভৌমিক (৭০)। আজ রোববার দুপুরে নগরীর দিলদুয়ারবাগ মহল্লায় চারতলা একটি ভবনের চতুর্থ তলা থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। 

জয়শ্রী ভৌমিকের স্বামীর নাম মৃত শান্তি রঞ্জন ভৌমিক। তাঁদের দুই মেয়ে রয়েছে। তাঁদের একজন থাকেন রাশিয়ায়। আর শহরেই অন্যজন থাকেন শ্বশুরবাড়িতে। জয়শ্রী ভৌমিক ওই বাড়িতে একাই থাকতেন। 

পুলিশ জানান, দুদিন ধরে জয়শ্রীর কোনো খোঁজ না পেয়ে একই ভবনের বাসিন্দারা খোঁজ করেন। কিন্তু দরজা ভেতর থেকে বন্ধ থাকায় পুলিশে খবর দেওয়া হয়। এরপর পুলিশ ফায়ার সার্ভিসের কর্মীদের ডেকে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় জয়শ্রী ভৌমিকের মরদেহ ঘরের বিছানায় পড়ে ছিল। তাঁর মুখ ছাড়া শরীর ঢাকা ছিল লেপে। বালিশের কাছে ছিল মোবাইল ফোনটি। 

সবশেষ গত শুক্রবার এক মেয়ের সঙ্গে জয়শ্রীর মোবাইল ফোনে কথা হয়েছিল। বিছানায় শুয়ে থাকা অবস্থায় স্বাভাবিকভাবেই তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা করছে পুলিশ। 

ওসি হুমায়ন কবীর আরও জানান, স্ট্রোকে আক্রান্ত হয়ে শুক্রবারই জয়শ্রীর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তাঁর মরদেহ উদ্ধার করে হিমাগারে রাখা হয়েছে। মেয়ে আসার পর মরদেহ হস্তান্তর করা হবে।

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত