রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে রাজশাহী ও নাটোরের একজন করে রোগী মারা গেছেন। হাসপাতালের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
মৃতদের মধ্যে একজন রাজশাহীর, তিনি করোনা পজিটিভ ছিলেন। অন্যদিকে নাটোরের একজন করোনার উপসর্গে মারা গেছেন।
হাসপাতাল থেকে দেওয়া প্রতিবেদনটিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন একজন রোগী ভর্তি হয়েছেন। ছাড়পত্র পাননি কেউ। শনিবার সকাল ৮টা পর্যন্ত করোনা ইউনিটে মোট রোগী ভর্তি ছিলেন ২৫ জন।
এদিকে শুক্রবার রাজশাহীতে ৪৬টি নমুনা পরীক্ষা হয়েছে। এতে দুজনের করোনা পজিটিভ রিপোর্ট হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণের হার ৪ দশমিক ৩৫ শতাংশ।