হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে থানা ঘেরাও তাবলিগ জামাতের জুবায়েরপন্থীদের, ৪ জনের নামে জিডি

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

মানববন্ধনে তাবলিগ জামাতের জুবায়েরপন্থীরা। আজ বুধবার সকালে রাজশাহী নগরীর বোয়ালিয়া থানা মোড়ে। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের টঙ্গীতে ইজতেমা মাঠে তাবলিগ জামাতের দুপক্ষের সংঘর্ষে চারজন নিহত হওয়ার প্রতিবাদে রাজশাহীতে থানা ঘেরাও করে বিক্ষোভ করেছেন জুবায়েরপন্থীরা। আজ বুধবার সকালে প্রায় এক ঘণ্টা তাঁরা নগরের বোয়ালিয়া থানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এ সময় সমাবেশ থেকে তাঁরা সাদপন্থীদের নিষিদ্ধ করার দাবি জানান।

সম্মিলিত ওলামা মাশায়েখ ও তাবলিগ জামাতের সাথিবন্ধু এবং রাজশাহী মেডিকেল কলেজের স্টুডেন্ট ফোরামের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচি শেষে জুবায়েরপন্থী পাঁচজন বাদী হয়ে সাদপন্থী চারজনের নামে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

অভিযোগকারীরা হলেন বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক, মাওলানা আতিকুর রহমান চৌধুরী, হাজি মোহা. নাঈমুল ইসলাম, ইবাদত হোসেন ও মাওলানা আসলাম উদ্দিন। তাঁরা হড়গ্রাম নতুনপাড়া এলাকার আমিনুল ইসলাম, সিঅ্যান্ডবি জামে মসজিদের ইমাম মাওলানা গোলাম আজম ওরফে আব্দুল্লাহ, দড়িখড়বোনা এলাকার বাসিন্দা মোহাম্মদ আতাউর রহমান মানিক ও উপশহরের বাসিন্দা মোহাম্মদ শহীদুল্লাহ লিটনের বিরুদ্ধে এই জিডি করেন।

জিডিতে উল্লেখ করা হয়, সম্প্রতি ইজতেমা মাঠে ঘটে যাওয়া হত্যাকাণ্ডে আমিনুল, গোলাম আজম, আতাউর ও শহীদুল্লাহ প্রত্যক্ষভাবে অংশ নিয়েছিলেন। তাঁরা এখন বিভাগীয় মারকাজ মসজিদ ও মাদ্রাসায় জুবায়েরপন্থীদের প্রবেশ করতে না দেওয়ার ষড়যন্ত্র করছেন। জিডিতে আরও উল্লেখ করেন, ১৯ ডিসেম্বর মাগরিবের নামাজের পর তাঁরা মার্কাজ মসজিদ গেটে জুবায়েরপন্থীদের ওপর হামলার বিষয়ে আলোচনা করেন।

নগরের বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ জানান, তদন্ত করে জিডির বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার

সীমান্ত দিয়ে আসা অস্ত্র দেশের নিরাপত্তার জন্য হুমকি: বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার

বাঘায় অস্ত্র, গুলিসহ যুবক আটক

রাজশাহীতে তাপমাত্রা নামল ৭ ডিগ্রিতে

রাজশাহীর ৬ আসন: দুই দলের ৮ প্রার্থীর ভরসা ধারের টাকা

গাড়িতে মিলল ৩৭ লাখ টাকা, এলজিইডির প্রকৌশলীর বিরুদ্ধে দুদকের মামলা