হোম > সারা দেশ > রাজশাহী

ব্যাংকের ৫ কোটি ২২ লাখ টাকা আত্মসাৎ, ৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের বেলকুচি জনতা ব্যাংকের তামাই শাখা থেকে টাকা আত্মসাতের ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছে দুনীতি দমন কমিশন (দুদক)। গত সোমবার দুদকের পাবনা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাহফুজ ইকবাল বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

দুদক জেলা কার্যালয়ের উপপরিচালক খাইরুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। মামলায় অজ্ঞাত আরও ৩ থেকে ৪ জনকে আসামি করা হয়েছে।

আসামিরা হলেন–জনতা ব্যাংক তামাই শাখার ব্যবস্থাপক আল-আমিন (৪২), সহকারী ব্যবস্থাপক রেজাউল করিম (৩৪), সাবেক ক্যাশ অফিসার খালেদ ইউনুছ (৩১), অফিসার রাশেদুল হাসান (৩৪) ও ক্যাশ অফিসার শাহ মখদুম উদ্দৌলা (২৯)।

দুদক সূত্রে জানা যায়, জনতা ব্যাংকের তামাই শাখার ভল্ট থেকে ৫ কোটি ২২ লাখ ৫০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে গত ২৫ মার্চ বেলকুচি থানায় লিখিত অভিযোগ করেন জনতা ব্যাংক সিরাজগঞ্জ শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার নজরুল ইসলাম। অভিযোগটি সাধারণ ডায়েরি (জিডি) হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। পরে তিন কর্মকর্তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায় পুলিশ। পরে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ প্রদান করেন।

বেলকুচি থানায় দায়ের করা অভিযোগটি (জিডি) দুর্নীতি দমন কমিশনের তফসিলভুক্ত অপরাধ হওয়ায় সমন্বিত জেলা কার্যালয় পাবনা বরাবর পাঠায়। পরে জিডিমূলে প্রাপ্ত অভিযোগটি দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয়ের পাঠানো হলে টাকা আত্মসাতের ঘটনায় পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে গত ৩১ মার্চ মামলা দায়েরের অনুমোদন দেওয়া হয়। এরপর ১ এপ্রিল সহকারী পরিচালক মাহফুজ ইকবাল বাদী হয়ে মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা যায়, জনতা ব্যাংক তামাই শাখা নিয়ে সিরাজগঞ্জ শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) নজরুল ইসলামের কিছুটা সন্দেহ হয়। এ জন্য তিনি ২০ মার্চ আরও দুই কর্মকর্তাসহ ব্যাংকে গিয়ে দেখেন ওই শাখার ব্যবস্থাপক ১৫ ফেব্রুয়ারি থেকে অনুপস্থিত। কিন্তু পরীক্ষামূলক পরিদর্শনকালে ৫ কোটি ২২ লাখ ৫০ হাজার টাকার গরমিল পাওয়া যায়।

এ বিষয়ে সিরাজগঞ্জ শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার নজরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘ব্যাংকের ৫ কোটি ২২ লাখ ৫০ হাজার টাকা আত্মসাতের বিষয়টি স্বীকারও করেছেন গ্রেপ্তার তিন কর্মকর্তা। যে কারণে তাদের ৫৪ ধারায় গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। পরে দুর্নীতি দমন কমিশনের অনুমতিক্রমে দুদক পাবনা কার্যালয়ের কর্মকর্তা বাদী হয়ে মামলা দায়ের করেছেন।’

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান

সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ২

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক

কৃষকেরা ধানের বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখেন যে কারণে