হোম > সারা দেশ > রাজশাহী

পুকুরে মিলল শ্রমিকের মরদেহ

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের ভীমপুরের পুকুর থেকে হাসানুল ইসলাম হাসু (২৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার সকালে মরদেহ স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর শুনে থানার পুলিশ ঘটনাস্থল পৌঁছে পুকুর থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল তদন্তের জন্য জয়পুরহাট জেলা সরকারি আধুনিক হাসপাতালে পাঠায়। 

জানা যায়, নিহত যুবক উপজেলার ভীমপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে। 

এ বিষয়ে বাগজানা ইউনিয়নের চেয়ারম্যান নাজমুল হক জানান, নিহত হাসু একটি মুরগির খামারে শ্রমিকের কাজ করতেন। গতকাল থেকে তাঁকে পরিবারের লোকজন খুঁজে পাচ্ছিল না। আজ সকালে পুকুরে তাঁর ভাসমান মরদেহ দেখতে পাওয়া যায়। 

স্থানীয় সাইদুর ইসলাম নামের ভীমপুর গ্রামের এক মুরুব্বি বলেন, ‘গতকাল বেলা সাড়ে ১১টার সময় হাসুকে আমি সাইকেল চালিয়ে হিলি বাজারে যেতে দেখেছি। আজ তাঁর মরদেহ দেখতে হলো।’

নিহত হাসুর ছবি বুকে নিয়ে তাঁর হতভাগ্য বাবা শফিকুল কাঁদতে কাঁদতে বলেন, ‘স্থানীয় এক যুবক তাঁর কাছে টাকা পেতেন এবং বারবার টাকার জন্য চাপ দিচ্ছিলেন। সময়মতো টাকা ফেরত দিতে না পারায় স্থানীয় সেই যুবক এমন কাজ করতে পারেন।’ 

এ বিষয়ে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর আসল রহস্য জানা যাবে।

১৮ দিন পর অপহৃত গরু ব্যবসায়ীর লাশ মিলল পদ্মা নদীতে

জাতীয় নির্বাচনের আগেই শাকসু দাবি রাবি শিবিরের

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী