হোম > সারা দেশ > রাজশাহী

পুকুরে মিলল শ্রমিকের মরদেহ

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের ভীমপুরের পুকুর থেকে হাসানুল ইসলাম হাসু (২৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার সকালে মরদেহ স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর শুনে থানার পুলিশ ঘটনাস্থল পৌঁছে পুকুর থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল তদন্তের জন্য জয়পুরহাট জেলা সরকারি আধুনিক হাসপাতালে পাঠায়। 

জানা যায়, নিহত যুবক উপজেলার ভীমপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে। 

এ বিষয়ে বাগজানা ইউনিয়নের চেয়ারম্যান নাজমুল হক জানান, নিহত হাসু একটি মুরগির খামারে শ্রমিকের কাজ করতেন। গতকাল থেকে তাঁকে পরিবারের লোকজন খুঁজে পাচ্ছিল না। আজ সকালে পুকুরে তাঁর ভাসমান মরদেহ দেখতে পাওয়া যায়। 

স্থানীয় সাইদুর ইসলাম নামের ভীমপুর গ্রামের এক মুরুব্বি বলেন, ‘গতকাল বেলা সাড়ে ১১টার সময় হাসুকে আমি সাইকেল চালিয়ে হিলি বাজারে যেতে দেখেছি। আজ তাঁর মরদেহ দেখতে হলো।’

নিহত হাসুর ছবি বুকে নিয়ে তাঁর হতভাগ্য বাবা শফিকুল কাঁদতে কাঁদতে বলেন, ‘স্থানীয় এক যুবক তাঁর কাছে টাকা পেতেন এবং বারবার টাকার জন্য চাপ দিচ্ছিলেন। সময়মতো টাকা ফেরত দিতে না পারায় স্থানীয় সেই যুবক এমন কাজ করতে পারেন।’ 

এ বিষয়ে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর আসল রহস্য জানা যাবে।

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান

সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ২

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক