হোম > সারা দেশ > রাজশাহী

নাটোরে ব্যাটারিচালিত ভ্যান চাপায় শিশুর মৃত্যু

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরের গুরুদাসপুরে ব্যাটারিচালিত ভ্যানের চাকার নিচে পৃষ্ট হয়ে রাসেল নামের আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল আনুমানিক ৮টার দিকে উপজেলার খুবজীপুর ইউনিয়নের খুবজীপুর উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

জানা যায়, নিহত শিশু রাসেল ওই এলাকার কৃষক তোফাজ্জল হোসেনের ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়, খুবজীপুর উত্তরপাড়া গ্রামের মধ্য দিয়ে বয়ে গেছে একটি গ্রামীণ পাকা সড়ক। সড়কের পাশেই শিশু রাসেলের বাড়ি। মায়ের সঙ্গে রাস্তার পাশে দাঁড়িয়েছিল শিশুটি। সকাল আনুমানিক ৮ দিকে ওই সড়ক দিয়ে যোগেন্দ্রনগর থেকে চাঁচকৈড় যাওয়ার জন্য একটি ব্যাটারিচালিত ভ্যান দ্রুত গতিতে আসছিল। ভ্যানটি শিশুটির বাড়ির রাস্তার সামনে আসতেই মায়ের হাত থেকে শিশুটি দৌড় দেয় রাস্তার দিকে। ঠিক সেই মুহূর্তেই ভ্যানের চাকার নিচে পরে মারা যায় শিশুটি। প্রতিবেশীরা শিশুটিকে উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় রাস্তায় মারা যায়। তবে ভ্যান চালক পালিয়ে যাওয়ার কারণে কোনো সন্ধান পাওয়া যায়নি। 
 
এ বিষয়ে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল মতিন জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে ময়নাতদন্ত ছাড়া শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তর করেছে। ভ্যানটি জব্দ করা হয়েছে। ভ্যান চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে এ ব্যাপারে এখনো কোনো মামলা হয়নি। মামলা হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান

সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ২

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক

কৃষকেরা ধানের বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখেন যে কারণে

প্রাথমিকের শতভাগ বই এলেও সংকট মাধ্যমিকে

নারীকে গলা কেটে হত্যা, সাবেক স্বামী আটক