হোম > সারা দেশ > রাজশাহী

রাবিতে জিল্লুর রহিম রিসার্চ ল্যাবরেটরি উদ্বোধন

রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রসায়ন বিভাগে ‘জিল্লুর রহিম রিসার্চ ল্যাবরেটরি’র উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কুদরত-এ-খুদা একাডেমিক ভবনে এই গবেষণাগারের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।

রসায়ন বিভাগের প্রয়াত অধ্যাপক ড. জিল্লুর রহিমের নামে এ গবেষণাগারের নামকরণ করা হয়েছে। তাঁর পরিবারের অর্থায়নে এই গবেষণাগার তৈরি করা হয়েছে। 

বিভাগের সভাপতি অধ্যাপক হাসান আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে ড. জিল্লুর রহিমের সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন বিভাগের অধ্যাপক এএসএম জাহিদ। 

পরে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার জিল্লুর রহিমের পরিবারকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘জিল্লুর রহিম আমাদের মাঝে নেই। কিন্তু তাঁর পরিবারের এই দান এটি সাদকায় জারিয়াহ। এই ল্যাব যত দিন জারি থাকবে, তত দিন নেকি স্যারের কাছে পৌঁছাবে। যেটা স্যারের বড় পাওনা। স্যার চিরকাল তাঁর এ কাজের মাধ্যমে আমাদের মাঝে বেঁচে থাকবেন।’

রসায়ন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী রাকিবের সঞ্চালনায় অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. চৌধুরী মো. জাকারিয়া, অধ্যাপক ড. সুলতান-উল-ইসলাম, সম্মানিত অতিথি ছিলেন মরুফুর রহীম ও মেহেরুন নেছা।

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার

সীমান্ত দিয়ে আসা অস্ত্র দেশের নিরাপত্তার জন্য হুমকি: বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার