হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে মাসব্যাপী ক্ষুদ্রপণ্যের বাণিজ্য মেলা শুরু

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে মাসব্যাপী ক্ষুদ্রপণ্যের বাণিজ্য মেলা উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে নগর ভবনের গ্রিনপ্লাজায় রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক ও বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর প্রধান অতিথি থেকে এই মেলার উদ্বোধন করেন। পরে তিনি মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

বাণিজ্য মেলায় ৪৭টি স্টলের মধ্যে ক্রোকারিজ সামগ্রী, খাদ্যসামগ্রী, তাঁতবস্ত্র, গার্মেন্টস, ভ্যারাইটি সামগ্রী, গিফট কর্নার, খেলনা সামগ্রী ছাড়াও ছোট সোনামণিদের বিনোদনে নাগরদোলাসহ তিনটি রাইডস রয়েছে। মেলা প্রাঙ্গণ প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে।

মেলা উদ্বোধনের সময় বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর বলেন, ক্ষুদ্র উদ্যোক্তাদের উৎসাহিত করতে রাজশাহীতে মেলার এ আয়োজন। রাজশাহীর অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখতে হবে। নারী উদ্যোক্তাদের সুযোগ সৃষ্টিতে এ ধরনের উদ্যোগ বিশেষ ভূমিকা রাখে। তাতে নিজেদের উৎপাদিত পণ্যের বাজার বিস্তৃতি লাভ করে। কর্মসংস্থান সৃষ্টিসহ এ অঞ্চলের ব্যবসা-বাণিজ্য প্রসারে বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাসিক সচিব মোবারক হোসেন, বাজেট কাম হিসাবরক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, উপসচিব তৈমুর হোসেন, সহকারী সচিব শমসের আলী, মেলার আয়োজক সূচনা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোখলেসুর রহমান সিজার প্রমুখ।

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

‎রাবিতে ভর্তি পরীক্ষায় ডিপসিক এআইয়ে উত্তর খুঁজছিল এক পরীক্ষার্থী

প্রতীক বরাদ্দের আগেই ফেসবুকে প্রচার, প্রার্থীকে আদালতে তলব

রাজশাহীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

নির্বাচনে ব্যাপক প্রভাব কালোটাকার: বদিউল আলম

রাবিতে ভর্তি পরীক্ষা শুরু কাল, মানতে হবে যেসব নির্দেশনা

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত