হোম > সারা দেশ > রাজশাহী

লেবুর হালি চার, আমের কেজি ১০ টাকা

প্রতিনিধি

রাজশাহী: টাকায় একটি লেবু। এক হালির দাম চার টাকা। আর আমের কেজি মাত্র ১০ টাকা। রাজশাহীতে এখন আম ও লেবুর দাম একরকম পানির চেয়েও কম। তবুও ক্রেতা নেই।

রাজশাহীতে চলছে লকডাউন। তবে খোলা আছে কাঁচাবাজার। কিন্তু করোনার ভীতিকর পরিস্থিতিতে মানুষ বাজারে যাওয়া কমিয়ে দিয়েছে। দেখা দিয়েছে ক্রেতার সংকট। তার ওপর শুক্রবার শহরে থেমে থেমে বৃষ্টি। এই বৃষ্টিতে ক্রেতারা বাজারে যাননি। এমন পরিস্থিতিতে ৪ টাকা হালি লেবু আর ১০ টাকা কেজি আম বিক্রি করছিলেন নগরীর মাস্টারপাড়া কাঁচাবাজারের ব্যবসায়ীরা।

বাজারে গিয়ে দেখা যায়, বিক্রেতারা ডালাতে করে লেবু ও আম নিয়ে বসে আছেন। ক্রেতাদের দৃষ্টি আকর্ষণে বলে যাচ্ছিলেন, ‘৪ টাকা হালি লেবু’, ‘১০ টাকা কেজি আম।’ তবুও ক্রেতার দেখা মিলছিল না।

আবদুল মালেক নামের এক লেবু বিক্রেতা জানালেন, লকডাউনে বিক্রি কমে গেছে। সবুজ লেবু পেকে হলুদ হয়ে গেছে। এখন বিক্রি করতে না পারলে পচে যাবে। তখন পুরোটাই ক্ষতি। তাই এক টাকা পিস লেবু বিক্রি করে দিচ্ছেন। এসব লেবু তাঁর দুই টাকা করে কেনা।

পাশেই আম বিক্রি করছিলেন রজব আলী। ডালার পাকা আম দেখিয়ে বললেন, ‘এই আম আর রাখার জো নাই। সব পেকে গেছে। আজ বিক্রি না হলে ফেলে দিতে হবে। তাই কম দামেই দিচ্ছি।’ রজব আলী এসব আম ২০ টাকা কেজি দরে কিনেছিলেন বলে জানালেন।

বাজারে এসেছিলেন গৃহিণী সালমা বেগম। আম না কিনলেও দুই হালি লেবু কিনলেন। বললেন, তাঁর বাগানেই আম আছে। না থাকলে কিনতেন। কম দামে লেবু পেয়ে দুই হালি কিনে নিলেন।

১৮ দিন পর অপহৃত গরু ব্যবসায়ীর লাশ মিলল পদ্মা নদীতে

জাতীয় নির্বাচনের আগেই শাকসু দাবি রাবি শিবিরের

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী