হোম > সারা দেশ > রাজশাহী

জয়পুরহাটে হত্যার ১৫ বছর পর ১৭ জনের যাবজ্জীবন

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে জমি নিয়ে বিরোধের জেরে সালেহ মোহাম্মদ নামের এক ব্যক্তির হত্যার ১৫ বছর পর ১৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার করে টাকা জরিমানা করা হয়েছে। আর অভিযোগ প্রমাণিত না হওয়ায় রায়ে পাঁচজনকে বেকসুর খালাসও দেওয়া হয়েছে। 

আজ বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক আব্বাস উদ্দীন এ রায় ঘোষণা করেন। সে সময় ১৬ জন আসামি উপস্থিত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট আদালতের সরকারি কৌঁসুলি নৃপেন্দ্রনাথ মণ্ডল। 

সাজাপ্রাপ্তরা হলেন–হাদিউজ্জামান, আরিফুল, আবু নাসের, শাজাহান আলী, আশরাফ আলী, আলী ওরফে লাল মোহাম্মদ, মোহাম্মদ আলী, জহির, শামছুল আলম, সায়েম উদ্দিন, ওবাইদুল, সইম, রহিম, আবু সাঈদ, আবু বক্কর, বানু বেগম এবং শাহেরা বেগম। 

মামলা ও আদালতের নথি থেকে জানা গেছে, জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আয়মা রসুলপুর চকপাড়া গ্রামের সালেহ মোহাম্মদের সঙ্গে আসামিদের দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিবাদ চলছিল। এ নিয়ে মামলাও হয়। এরই জের ধরে আসামিরা ২০০৯ সালের ২ মে সকাল ৮টার দিকে পূর্ব পরিকল্পিতভাবে সালেহ মোহাম্মদের পথ রোধ করেন। এরপর তাঁকে ধরে একটি আমগাছের সঙ্গে হাত-পা বাঁধে। 

তারপর আসামিরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। সে সময় সালেহ মোহাম্মদ প্রচণ্ড যন্ত্রণায় ছটফট করতে করতে আসামিদের কাছে পানি চান। তখন আসামিরা সালেহ মোহাম্মদকে জোরপূর্বক মরিচ মেশানো পানি পান করান। ফলে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। খবর পেয়ে নিহতের স্বজন ও এলাকাবাসী সালেহ মোহাম্মদকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার সময় পথেই তিনি মৃত্যুবরণ করেন। 

এ ঘটনায় ওই দিনই নিহতের বড় ভাই মো. আজিজুল হক বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে জয়পুরহাটের পাঁচবিবি থানায় মামলা দায়ের করেন। এরপর যাবতীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালত আজ বুধবার এ রায় দেন। 

রায়ের প্রতিক্রিয়ায় রাষ্ট্রপক্ষের আইনজীবী নৃপেনন্দ্র নাথ মণ্ডল বলেন, এ রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। এতে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট।

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার