হোম > সারা দেশ > রাজশাহী

জয়পুরহাটে হত্যার ১৫ বছর পর ১৭ জনের যাবজ্জীবন

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে জমি নিয়ে বিরোধের জেরে সালেহ মোহাম্মদ নামের এক ব্যক্তির হত্যার ১৫ বছর পর ১৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার করে টাকা জরিমানা করা হয়েছে। আর অভিযোগ প্রমাণিত না হওয়ায় রায়ে পাঁচজনকে বেকসুর খালাসও দেওয়া হয়েছে। 

আজ বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক আব্বাস উদ্দীন এ রায় ঘোষণা করেন। সে সময় ১৬ জন আসামি উপস্থিত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট আদালতের সরকারি কৌঁসুলি নৃপেন্দ্রনাথ মণ্ডল। 

সাজাপ্রাপ্তরা হলেন–হাদিউজ্জামান, আরিফুল, আবু নাসের, শাজাহান আলী, আশরাফ আলী, আলী ওরফে লাল মোহাম্মদ, মোহাম্মদ আলী, জহির, শামছুল আলম, সায়েম উদ্দিন, ওবাইদুল, সইম, রহিম, আবু সাঈদ, আবু বক্কর, বানু বেগম এবং শাহেরা বেগম। 

মামলা ও আদালতের নথি থেকে জানা গেছে, জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আয়মা রসুলপুর চকপাড়া গ্রামের সালেহ মোহাম্মদের সঙ্গে আসামিদের দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিবাদ চলছিল। এ নিয়ে মামলাও হয়। এরই জের ধরে আসামিরা ২০০৯ সালের ২ মে সকাল ৮টার দিকে পূর্ব পরিকল্পিতভাবে সালেহ মোহাম্মদের পথ রোধ করেন। এরপর তাঁকে ধরে একটি আমগাছের সঙ্গে হাত-পা বাঁধে। 

তারপর আসামিরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। সে সময় সালেহ মোহাম্মদ প্রচণ্ড যন্ত্রণায় ছটফট করতে করতে আসামিদের কাছে পানি চান। তখন আসামিরা সালেহ মোহাম্মদকে জোরপূর্বক মরিচ মেশানো পানি পান করান। ফলে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। খবর পেয়ে নিহতের স্বজন ও এলাকাবাসী সালেহ মোহাম্মদকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার সময় পথেই তিনি মৃত্যুবরণ করেন। 

এ ঘটনায় ওই দিনই নিহতের বড় ভাই মো. আজিজুল হক বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে জয়পুরহাটের পাঁচবিবি থানায় মামলা দায়ের করেন। এরপর যাবতীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালত আজ বুধবার এ রায় দেন। 

রায়ের প্রতিক্রিয়ায় রাষ্ট্রপক্ষের আইনজীবী নৃপেনন্দ্র নাথ মণ্ডল বলেন, এ রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। এতে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট।

জাতীয় নির্বাচনের আগেই শাকসু দাবি রাবি শিবিরের

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা