হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে অধ্যক্ষকে পদত্যাগে বাধ্য করার অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী সরকারি সিটি কলেজের অধ্যক্ষ আমেনা আবেদীনের পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন করেছেন তাঁর ছেলে সামিউল অর্ক। 

বুধবার (১৪ আগস্ট) রাজশাহী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনে অর্ক দাবি করেন, কলেজে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার কারণে ছাত্রদলের নেতা–কর্মীরা তাঁর মাকে পদত্যাগে বাধ্য করেছেন। 

অর্ক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন সক্রিয় সদস্য। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমার মা দায়িত্বে থাকাকালীন মঙ্গলবার (১৩ আগস্ট) সকালে কলেজে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করেন। এর জেরে আমার মাকে পদত্যাগের ষড়যন্ত্র শুরু হয়। কলেজ ছাত্রদলের নেতা–কর্মীরা কোমলমতি শিক্ষার্থীদের আমার মায়ের বিপক্ষে লেলিয়ে দেয়। এরপর যখন শিক্ষার্থীরা বিষয়টি উপলব্ধি করে তখন সেই বিপথগামী যুবক স্থানীয় রাজনৈতিক নেতাদের এনে হুমকি ধামকি দেয়। সেই রাজনৈতিক নেতারা দুই ঘণ্টার আলটিমেটাম দেয়। পদত্যাগ না করলে পরিণতি খারাপ হবে বলেও হুঁশিয়ারি দেয়।’ 

তিনি আরও বলেন, ‘বিএনপি ও ছাত্রদলের হুমকির মুখে বাধ্য হয়ে আমার মা পদত্যাগ করেন। তবে এরপরও থেমে নেই তাদের হুমকি–ধামকি। মোবাইল ফোনে একাধিকবার অপরিচিত নম্বর থেকে কল দিয়ে আমার পরিবারকে হেনস্তা করা হচ্ছে। আমি ও আমার পরিবার এখন নিরাপত্তাহীনতায় ভুগছি।’ 

তবে অভিযোগ অস্বীকার করে বিবৃতি দিয়েছে রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদল। কলেজ শাখা ছাত্রদলের সদস্যসচিব এমদাদুল হক লিমন স্বাক্ষরিত এ বিবৃতিতে অধ্যক্ষকে ‘অন্যায় জুলুমের তোষণকারী’ হিসেবে উল্লেখ করা হয়েছে। সাধারণ শিক্ষার্থীদের চাপে তিনি পদত্যাগ করেছেন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর