চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ধূমিহায়াতপুরের ঘাসিয়াপাড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে। আজ বুধবার বিকেলে এই পাল্টাপাল্টি ধাওয়া হয়।
একপর্যায়ে ধূমিহায়াতপুর ঘাসিয়াপাড়া গ্রামের পানু আলীর ছেলে মো. ধুলুর বাড়ির সামনে দুটি বোমা বিস্ফোরণ ঘটানো হয়। পরে বাড়িতে অগ্নিসংযোগ করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
এতে বাড়ির দুটি ঘর, খড়ের স্তূপ ও গোয়ালঘর পুড়ে যায়। পরবর্তীকালে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।