হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জে রাশেদা খাতুন (১৮) নামে এক অন্তঃসত্ত্বার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন গৃহবধূর স্বামী ইমামুল ইসলাম ও তাঁর পরিবারের সদস্যরা। এদিকে ওই গৃহবধূর পরিবারের অভিযোগ তাঁকে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে। 

গতকাল রোববার মধ্য রাতে সদর উপজেলার মুলিবাড়ি চেকপোস্ট এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। রাশেদা ওই এলাকার ইমামুল ইসলামের স্ত্রী ও একই গ্রামের রাশেদুল ইসলামের মেয়ে। 

মৃত গৃহবধূর নিকট আত্মীয় রোজিনা খাতুন বলেন, নগদ ৩০ হাজার টাকা যৌতুকে প্রায় ৭ মাস আগে ইমামুলের সঙ্গে বিয়ে হয় রাশেদা খাতুনের। বিয়ের পর থেকে রাশেদাকে নির্যাতন করে আসছিল ইমামুল। তিনি নেশাগ্রস্ত। সারা দিন যা আয় করে নেশা করে তা শেষ করে ফেলে। রাশেদার একটি নাক ফুল ছিল। এটি বিক্রির জন্য উঠে-পড়ে লাগে ইমামুল। এ নিয়ে গতরাতে ঝগড়া হয়। একপর্যায়ে তাকে হত্যা করে লাশ ঘরের মধ্যে ঝুলিয়ে রেখে পালিয়ে যায় স্বামী ও তার পরিবারের সদস্যরা। রাতে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। 

সিরাজগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) মানিক উদ্দিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান

সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ২

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক

কৃষকেরা ধানের বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখেন যে কারণে

প্রাথমিকের শতভাগ বই এলেও সংকট মাধ্যমিকে

নারীকে গলা কেটে হত্যা, সাবেক স্বামী আটক