হোম > সারা দেশ > রাজশাহী

শোক দিবস উপলক্ষে 'মাইকিং না করে লাইটিং'

প্রতিনিধি, তাড়াশ (সিরাজগঞ্জ) 

১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ইউনিয়ন পরিষদ ভবনে আলোকসজ্জা করেছেন চেয়ারম্যান। মাইকে উচ্চ শব্দে বাজিয়েছেন হিন্দি-বাংলা। ১৪ আগস্ট এমন কর্মকাণ্ডের জন্য সমালোচনার মুখে পড়েছেন সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল কুদ্দুস। 

জানা যায়, নৌকা প্রতীক নিয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আব্দুল কুদ্দুস। ঘটনাটি দ্রুতই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে; নানা মন্তব্য করেন নেটিজেনরা। তাঁর এমন কর্মকাণ্ডে দলীয় নেতা–কর্মীরা বিব্রত ও উত্তেজিত হয়ে মুঠোফোনে তাড়াশ উপজেলা নির্বাহী অফিসারকে বিষয়টি জানায়। রাত ৮টার দিকে ইউএনও ওই অনুষ্ঠান বন্ধ করে দেয়।

তবে ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস বলেন, আমি আমার লোকজনদের শোক দিবস উপলক্ষে ইউনিয়নব্যাপি মাইকিং করতে বলে জরুরি কাজে বগুড়ায় গিয়েছিলাম। কিন্তু, তারা তা না করে ইউনিয়ন পরিষদ ভবনে আলোকসজ্জা করেছিল। পরে তা খুলে নেওয়া হয়েছে। 

এ প্রসঙ্গে দেশীগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জ্ঞানেন্দ্রনাথ বসাক জানান, কোন আলোচনা ছাড়াই ইউপি চেয়ারম্যান ব্যক্তি উদ্যোগে এমন দুঃখ জনক ঘটনা ঘটিয়েছেন। এ ছাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম বলেন, এমন ঘটনায় আমি তীব্র নিন্দা জানাচ্ছি।

তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেজবাউল করিম বলেন, আমি বিষয়টি জানার পর চেয়ারম্যান সাহেবকে জিজ্ঞেস করেছি কোন প্রজ্ঞাপনে ইউনিয়ন পরিষদ ভবন আলোকসজ্জা করেছেন। উত্তরে চেয়ারম্যান আমাকে বলেছেন, ভুলবশত আমার লোকজন মাইকিং না করে লাইটিং করেছে। পরে দ্রুত সকল আলোকসজ্জা খুলে ফেলা হয়েছে। 

১৮ দিন পর অপহৃত গরু ব্যবসায়ীর লাশ মিলল পদ্মা নদীতে

জাতীয় নির্বাচনের আগেই শাকসু দাবি রাবি শিবিরের

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী