হোম > সারা দেশ > রাজশাহী

বড়াল নদীতে গোসল করতে নেমে শিক্ষার্থী নিখোঁজ

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর চারঘাটের কালুহাটি এলাকায় বড়াল নদীতে গোসল করতে নেমে তপু ইসলাম (২০) নামে অনার্স পড়ুয়া এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। 

তপু ইসলাম রাজশাহী কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী এবং উপজেলার নিমপাড়া ইউনিয়নের কালুহাটি গ্রামের সিটু ইসলামের ছেলে। স্থানীয় ইউপি সদস্য শামীম আলী বিষয়টি নিশ্চিত করেছেন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে তপু ইসলাম (২০) ও ফিরোজ আলী (১১) নামে দুই শিক্ষার্থী বড়াল নদীতে গোসল করতে নামে। তারা দুজন নদীর এপাশ থেকে ওপাশে সাঁতার কাটছিল। ফিরোজ নদীর পাড়ে পৌঁছালেও তপু মাঝখানে ডুবে যায়। এ সময় ফিরোজের চিৎকারে স্থানীয়রা ছুটে আসে। তারা নদীতে নেমে তপুকে উদ্ধারের চেষ্টা চালায়। কিন্তু তপুকে খুঁজে পাওয়া যায়নি। 

স্থানীয় ইউপি সদস্য শামীম আলী জানান, তপু খুবই মেধাবী একজন শিক্ষার্থী। সে বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পাস করে সদ্য রাজশাহী কলেজে ভর্তি হয়েছে। তারা দুজন একসঙ্গে বড়াল নদীতে গোসল করতে নামলেও তপুর কোনো খোঁজ পাওয়া যায়নি। স্থানীয় ফায়ার সার্ভিস ও পুলিশ প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে। 

চারঘাট ফায়ার সার্ভিস স্টেশনের পরিদর্শক মোজাম্মেল হক বলেন, ‘আমাদের অভিযান শুরু হয়েছে। রাজশাহীর ডুবুরি দলকে জানানো হয়েছে। ডুবুরি দল এসে পৌঁছালে উদ্ধার কাজ শুরু হবে।’ 

চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলম বলেন, এক শিক্ষার্থী নিখোঁজের খবর শোনার সঙ্গে সঙ্গেই পুলিশ সেখানে পৌঁছে যায়। ফায়ার সার্ভিসও উদ্ধার অভিযান পরিচালনা করছে। 

ভ্যানচালক ফারুক হত্যা মামলার ৬ আসামি পালানোর সময় গ্রেপ্তার

সিরাজগঞ্জে ৯২৩ ভোটকেন্দ্রের ১৭৮টি ‘অধিক ঝুঁকিপূর্ণ’

নাগরিকত্ব ছেড়ে যুক্তরাজ্যপ্রবাসীর মনোনয়নপত্র দাখিল, হলফনামায় নেই স্বাক্ষর

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে রাজশাহী

রাজশাহীতে কৃষক লীগ নেত্রী ও আ.লীগ সমর্থক আইনজীবীর মনোনয়নপত্র দাখিল

খালেদা জিয়ার মৃত্যু: শোকে স্তব্ধ বগুড়াবাসী

কম্বল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু