হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

সংবাদ সম্মেলন করে মাদক কারবার ছাড়ার ঘোষণা দম্পতির

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের মহারাজপুর ইউনিয়নের মজিবুর রহমান টুটুল প্রায় এক যুগ ধরে মাদকের কারবার করে আসছেন। তবে তাঁর দাবি অনুযায়ী, দুই মাস ধরে তিনি মাদক কারবার ছেড়ে দিয়েছেন। কিন্তু এলাকাবাসী তা বিশ্বাস করছে না। তাই আজ বুধবার দুপুরে স্ত্রী এমালি বেগমকে সঙ্গে নিয়ে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে মাদকের কারবার ছাড়ার ঘোষণা দিয়েছেন। 

আজ বুধবার চাঁপাইনবাবগঞ্জের বিশ্বরোড মোড়ের একটি অফিসে সংবাদ সম্মেলন করেন এই দম্পতি। এ সময় তাঁরা মাদক কারবার ছেড়ে স্বাভাবিক জীবন যাপন করার প্রতিশ্রুতি দিয়েছেন। টুটুল চাঁপাইনবাবগঞ্জ সদরের মহারাজপুর ইউনিয়নের গোয়াটুলি গ্রামের বাসিন্দা। 

সংবাদ সম্মেলনে মজিবুর রহমান টুটুল বলেন, ‘আমি ১২ বছর ধরে গাঁজা, হেরোইনসহ বিভিন্ন মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলাম। দুই মাস ধরে আমার স্বাভাবিক জ্ঞান ফিরেছে। বুঝতে পেরেছি, আমি ভুল পথে হাঁটছিলাম। তাই এই চিন্তা থেকেই আমি মাদক কারবার ছেড়ে দিয়েছি। কিন্তু এলাকাবাসী আমাকে মেনে নিচ্ছে না। তারা আমাকে বিভিন্নভাবে হয়রানি করছে। তাই বাধ্য হয়ে সংবাদ সম্মেলন করছি। আমি সবার মতো স্বাভাবিক জীবনে ফিরতে চাই।’ 

মুজিবুর রহমানের স্ত্রী এমালি বেগম বলেন, ‘আমার স্বামী দুই মাস আগেই মাদক কারবার ছেড়ে দিয়েছে। কিন্তু মানুষ আমাদের এখনো খারাপ চোখে দেখছে। এতে আমাদের বিভিন্ন হয়রানির শিকার হতে হচ্ছে। আমি ও আমার স্বামী স্বাভাবিক জীবনে ফিরতে চাই। মানসম্মান নিয়ে সমাজে বসবাস করতে চাই।’ 

এমালি বেগম আরও বলেন, ‘আমার স্বামীর নামে এখনো ছয়টি মাদক মামলা রয়েছে। মামলাগুলোতে তিনি জামিনে আছেন।’ 

এ বিষয়ে মহারাজপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নাহিদ ইসলাম রাজন বলেন, ‘টুটুল মাদক কারবার ছাড়ার বিষয়ে আমাকে মৌখিকভাবে জানানো হয়েছিল। আমি পুলিশ ও মিডিয়া কর্মীদের সহায়তা নিতে বলেছিলাম। সে যদি স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে, তবে সার্বিকভাবে সহযোগিতা করা হবে।’

এ বিষয়ে জানতে চাইলে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ আজকের পত্রিকাকে বলেন, মাদক কারবারিরা স্বাভাবিক জীবনে ফিরে এলে তাদের সর্বাত্মক সহযোগিতা করা হবে। আবার ঘোষণা দিয়ে যদি ভেতরে ভেতরে মাদকের কারবার করে, তবে প্রমাণ সাপেক্ষে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

১৮ দিন পর অপহৃত গরু ব্যবসায়ীর লাশ মিলল পদ্মা নদীতে

জাতীয় নির্বাচনের আগেই শাকসু দাবি রাবি শিবিরের

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী