হোম > সারা দেশ > রাজশাহী

সাংবাদিকতায় এসে কেউ ‘সাংঘাতিক’ হতে পারবে না

রাজশাহী প্রতিনিধি

বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম বলেছেন, ‘সাংবাদিকদের নিয়ম-নীতির মধ্যে কাজ করতে হবে। সাংবাদিকতার পেশায় এসে কেউ “সাংঘাতিক” হতে পারবে না। এগুলোর কোনো সুযোগ নেই।’ আজ সোমবার রাতে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে) কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। 

প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বলেন, ‘বাংলাদেশে এখন চাওয়ালা, দোকানি-সবাই সাংবাদিক। এটা চলতে পারে না। আমরা ইতিমধ্যে পিআইবি ও প্রেস কাউন্সিলের মাধ্যমে সারা দেশের সাংবাদিকদের তালিকা করার উদ্যোগ গ্রহণ করেছি।’ 

নিজামুল হক বলেন, ‘পিআইপি টেলিভিশন ও অনলাইনের সাংবাদিকদের তালিকা করবে। আমরা প্রিন্ট মিডিয়ার তালিকা করব। সাংবাদিকদের নীতিমালা মেনেই কাজ করতে হবে। অন্য পেশায় থেকে যাঁরা সাংবাদিকতা করছেন, তাঁদের অবদান অস্বীকার করছি না। তবে সাংবাদিকতাই একমাত্র পেশা হওয়া উচিত। একটা সময় তাই হবে।’ 

প্রেস কাউন্সিলের চেয়ারম্যান আরও বলেন, ‘সাংবাদিককে অন্তত গ্র্যাজুয়েট হতে হবে। ৫ বছর কোনো মূলধারার সংবাদপত্রের সাথে কাজ করলে তার জন্য শিথিলযোগ্য। প্রতিটি তালিকা ডিসি অফিস, সংবাদপত্র থেকে নেওয়া হবে। আবার যাচাই-বাছাই করেই সাংবাদিক পরিচয় দেওয়া হবে। এই জন্য প্রতি ৬ মাস অন্তর অন্তর তদন্ত করা হবে। 

মতবিনিময়ের শুরুতে আরইউজের পক্ষ থেকে প্রেস কাউন্সিলর চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে তাঁকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়। এ সময় আরইউজে সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক তানজিমুল হক, প্রবীণ সাংবাদিক মুস্তাফিজুর রহমান আলম, আরইউজের কোষাধ্যক্ষ সরকার দুলাল মাহবুব, রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান আসাদ প্রমুখ উপস্থিত ছিলেন। 

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত