হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

দুর্নীতি-অনিয়মের অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ১২ সদস্যের অনাস্থা

সিরাজগঞ্জ প্রতিনিধি

দুর্নীতি ও অনিয়মের অভিযোগ এনে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থার প্রস্তাব দিয়েছেন ১২ ইউপি সদস্য। আজ শুক্রবার দুপুরে রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাহিদ হাসান খান অনাস্থা প্রস্তাবের বিষয়টি নিশ্চিত করেছেন। 

গতকাল বৃহস্পতিবার বিকেলে রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও দুর্নীতি দমন কমিশন বরাবর লিখিত অনাস্থা দেন পাঙ্গাসী ইউনিয়ন পরিষদের সদস্যরা। এর আগে তাঁরা জরুরি সভা করে চেয়ারম্যান রফিকুল ইসলামের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেন। 

ইউএনও আজকের পত্রিকাকে বলেন, ‘অভিযোগটি পাওয়া গেছে। অনাস্থা প্রস্তাবে ১২ ইউপি সদস্য স্বাক্ষর করেছেন। স্থানীয় সরকার আইন ২০০৯ অনুযায়ী তাঁর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’ 

অনাস্থা প্রস্তাবে উল্লেখ করা হয়েছে, দুই বছর চার মাসের মধ্যে চেয়ারম্যান রফিকুল ইসলাম নানা অনিয়মে জড়িয়ে পড়েন। একাধিকবার সতর্ক করার পরও তিনি অনিয়ম করে যাচ্ছেন। ইউপি সদস্যদের কোনো সম্মানী ভাতা না দিয়ে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের সভাপতি হয়ে নিজেই টাকা আত্মসাৎ করেছেন। 

ইউপি সদস্য আব্দুল মালেক মণ্ডল জানান, দায়িত্ব পাওয়ার পর থেকেই সরকারি টাকা উন্নয়ন প্রকল্পে ব্যয় না করে আত্মসাৎ করেছেন। এ ছাড়া পরিষদের বিভিন্ন কর্মকাণ্ড সদস্যদের সমন্বয় না করে চেয়ারম্যান একক সিদ্ধান্তে সব কার্যক্রম পরিচালনা করছেন। 

তবে ইউপি সদস্যদের এসব অভিযোগ অস্বীকার করেছেন পাঙ্গাসী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম। তিনি বলেন, ‘ইউপি সদস্যদের অভিযোগ মনগড়া। অভিযোগের কোনো ভিত্তি নেই। বিভিন্ন উন্নয়ন প্রকল্পের টাকা ইউপি সদস্যদের ভাগ করে দিতে রাজি না হওয়ায় আমার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট অভিযোগ দেওয়া হয়েছে।’

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল