হোম > সারা দেশ > রাজশাহী

স্বাস্থ্যবিধি মেনে শুক্রবার বসছে উল্লাপাড়ার বৃহত্তর গ্যাসলাইন পশুর হাট

প্রতিনিধি, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) 

সারা দেশে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকার ঘোষিত ১৪ দিনের কঠোর লকডাউন কার্যকর করতে তৎপর রয়েছে প্রশাসন। তবে স্বাস্থ্য বিধি মেনে ১৪ তারিখের পর থেকে স্বল্প পরিসরে সবকিছু খোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তারই পরিপ্রেক্ষিতে সিরাজগঞ্জের উল্লাপাড়ার সর্ব বৃহৎ গ্যাসলাইন পশুর হাট আগামী শুক্রবার খোলার সিদ্ধান্ত নিজের হাট কমিটি। 

এ বিষয়ে গ্যাসলাইন হাট ইজারাদার জাহাঙ্গীর হোসেন আজকের পত্রিকাকে বলেন, চলমান লকডাউনে উপজেলার প্রত্যেকটি পশুর হাট বন্ধ রয়েছে। পশুর হাট বন্ধ থাকায় এবারে আমাদের অনেকটাই ক্ষতির সম্মুখে পড়তে হবে। প্রতি বছরের ন্যায় এবারও প্রায় ২ কোটি ৪১ লাখ টাকা দিয়ে পশুর হাট ইজারা নেওয়া হয়েছে। তবে লকডাউনে পশুর হাট বন্ধ থাকায় দূর দুরান্ত থেকে পাইকার, গরু ব্যবসায়ী ও স্থানীয় খামারিরা হাটে গরু নিয়ে আসতে পারছে না। এতে করে হাটের সঙ্গে জড়িত সংশ্লিষ্টরা আর্থিক ক্ষতির মধ্যে পড়েছে। তবে আগামী শুক্রবার স্বাস্থ্য বিধি মেনে, মাস্ক পরিধান ও দূরত্ব বজায় রেখে হাট পরিচালনা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। 

এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদ বলেন, এখন পর্যন্ত হাট পরিচালনা করার জন্য সরকারিভাবে কোনো নির্দেশ পাইনি। তবে লকডাউন শিথিল করা হলে এবং সরকারি নির্দেশ পেলে কোরবানি উপলক্ষে স্বল্প পরিসরে হাট পরিচালনা করতে দেওয়া হবে। 

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর