হোম > সারা দেশ > রাজশাহী

অগ্নিদগ্ধ স্কুলশিক্ষক ফাতেমাকে ঢাকায় স্থানান্তর 

রাজশাহী প্রতিনিধি

রাজশাহীতে আগুনে পুড়ে গুরুতর আহত স্কুলশিক্ষক ফাতেমা খাতুনকে (৩৭) উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আজ শনিবার বিকেলে স্বজনেরা রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল থেকে তাঁকে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন। 

রামেক হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান ডা. আফরোজা নাজনীন বলেন, ফাতেমার শরীরের ২৫ শতাংশ পুড়ে গেছে। এ ছাড়া তাঁর শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে। নিশ্বাস নিতে সমস্যা হচ্ছে। এ কারণে তাঁকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। 

ফাতেমা খাতুন নগরীর মহিষবাথান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি নগরীর বুলনপুর ঘোষপাড়া এলাকার সাদিকুল ইসলামের স্ত্রী। তাঁদের দুটি সন্তান রয়েছে। 

ঘটনার দিন ভুক্তভোগীর পরিবার জানায়, দাম্পত্যকলহের জের ধরে গত বুধবার দিবাগত রাত ১টার দিকে ফাতেমার শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেন সাদিকুল। এতে তাঁর হাত, বুক, মুখমণ্ডল পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় শ্বাসনালি। ঘটনার পর রাতেই আশঙ্কাজনক অবস্থায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। 

উল্লেখ্য, গত বৃহস্পতিবার এ ঘটনায় ফাতেমার স্বামী সাদিকুলকে একমাত্র আসামি করে থানায় মামলা করেন ফাতেমার ভাই। ঘটনার পর থেকেই সাদিকুল পলাতক। আসামি সাদিকুল ইসলামের বাড়ি নগরীর বুলনপুর ঘোষপাড়া এলাকায়।

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা

ইউপি সদস্যের কার্যালয়ে আটকে রাখা ব্যক্তির লাশ উদ্ধার, নির্যাতনে মৃত্যুর অভিযোগ