হোম > সারা দেশ > রাজশাহী

অগ্নিদগ্ধ স্কুলশিক্ষক ফাতেমাকে ঢাকায় স্থানান্তর 

রাজশাহী প্রতিনিধি

রাজশাহীতে আগুনে পুড়ে গুরুতর আহত স্কুলশিক্ষক ফাতেমা খাতুনকে (৩৭) উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আজ শনিবার বিকেলে স্বজনেরা রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল থেকে তাঁকে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন। 

রামেক হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান ডা. আফরোজা নাজনীন বলেন, ফাতেমার শরীরের ২৫ শতাংশ পুড়ে গেছে। এ ছাড়া তাঁর শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে। নিশ্বাস নিতে সমস্যা হচ্ছে। এ কারণে তাঁকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। 

ফাতেমা খাতুন নগরীর মহিষবাথান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি নগরীর বুলনপুর ঘোষপাড়া এলাকার সাদিকুল ইসলামের স্ত্রী। তাঁদের দুটি সন্তান রয়েছে। 

ঘটনার দিন ভুক্তভোগীর পরিবার জানায়, দাম্পত্যকলহের জের ধরে গত বুধবার দিবাগত রাত ১টার দিকে ফাতেমার শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেন সাদিকুল। এতে তাঁর হাত, বুক, মুখমণ্ডল পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় শ্বাসনালি। ঘটনার পর রাতেই আশঙ্কাজনক অবস্থায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। 

উল্লেখ্য, গত বৃহস্পতিবার এ ঘটনায় ফাতেমার স্বামী সাদিকুলকে একমাত্র আসামি করে থানায় মামলা করেন ফাতেমার ভাই। ঘটনার পর থেকেই সাদিকুল পলাতক। আসামি সাদিকুল ইসলামের বাড়ি নগরীর বুলনপুর ঘোষপাড়া এলাকায়।

১৮ দিন পর অপহৃত গরু ব্যবসায়ীর লাশ মিলল পদ্মা নদীতে

জাতীয় নির্বাচনের আগেই শাকসু দাবি রাবি শিবিরের

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী