হোম > সারা দেশ > রাজশাহী

অগ্নিদগ্ধ স্কুলশিক্ষক ফাতেমাকে ঢাকায় স্থানান্তর 

রাজশাহী প্রতিনিধি

রাজশাহীতে আগুনে পুড়ে গুরুতর আহত স্কুলশিক্ষক ফাতেমা খাতুনকে (৩৭) উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আজ শনিবার বিকেলে স্বজনেরা রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল থেকে তাঁকে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন। 

রামেক হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান ডা. আফরোজা নাজনীন বলেন, ফাতেমার শরীরের ২৫ শতাংশ পুড়ে গেছে। এ ছাড়া তাঁর শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে। নিশ্বাস নিতে সমস্যা হচ্ছে। এ কারণে তাঁকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। 

ফাতেমা খাতুন নগরীর মহিষবাথান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি নগরীর বুলনপুর ঘোষপাড়া এলাকার সাদিকুল ইসলামের স্ত্রী। তাঁদের দুটি সন্তান রয়েছে। 

ঘটনার দিন ভুক্তভোগীর পরিবার জানায়, দাম্পত্যকলহের জের ধরে গত বুধবার দিবাগত রাত ১টার দিকে ফাতেমার শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেন সাদিকুল। এতে তাঁর হাত, বুক, মুখমণ্ডল পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় শ্বাসনালি। ঘটনার পর রাতেই আশঙ্কাজনক অবস্থায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। 

উল্লেখ্য, গত বৃহস্পতিবার এ ঘটনায় ফাতেমার স্বামী সাদিকুলকে একমাত্র আসামি করে থানায় মামলা করেন ফাতেমার ভাই। ঘটনার পর থেকেই সাদিকুল পলাতক। আসামি সাদিকুল ইসলামের বাড়ি নগরীর বুলনপুর ঘোষপাড়া এলাকায়।

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর