হোম > সারা দেশ > রাজশাহী

রামেক হাসপাতালে নিপাহ ভাইরাসে নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিপাহ ভাইরাসে এক নারীর মৃত্যু হয়েছে। মৃত গৃহবধূর নাম ফরিদা বেগম (২৫)। গতকাল বুধবার রাতে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত ফরিদা বেগম নওগাঁ জেলার মান্দা উপজেলার চকচোঁয়া গ্রামের আব্দুল খালেকের স্ত্রী।

এ নিয়ে গত দুই মাসে নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হলো। বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিপাহ ভাইরাসে আক্রান্ত সন্দেহে আরও পাঁচ রোগী চিকিৎসাধীন আছেন। 

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এফ এম শামীম আহমেদ জানান, বেশ কিছুদিন আগে ফরিদাসহ তাঁর শ্বশুরবাড়ির লোকজন খেজুরের কাঁচা রস পান করেন। রস পানের কয়েক দিনের মধ্যে ওই গৃহবধূর শ্বশুর জ্বরে আক্রান্ত হয়ে মারা যান। এদিকে গত ২২ ফেব্রুয়ারি ব্রেনে প্রদাহ নিয়ে ফরিদা বেগম রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। এরপর শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে তাঁকে আইসিইউ ভেনটিলেশনে রাখা হয়। 

গত ২৫ ফেব্রুয়ারি তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আইইডিসিআরের ল্যাবে পাঠানো হয়। ২৮ ফেব্রুয়ারি নমুনা টেস্টে নিপাহ ভাইরাসে আক্রান্তের বিষয়টি নিশ্চিত হয় আইইডিসিআর। নিপাহ ভাইরাস শনাক্তের পর তাঁকে হাসপাতালের স্পেশালাইজড নিপাহ আইসিউইতে স্থানান্তর করা হয়েছিল। পরে গতকাল বুধবার রাতে তিনি মারা যান। বর্তমানে ফরিদা বেগমের শাশুড়ি জর ও শ্বাসকষ্ট নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। 

রামেক হাসপাতাল সূত্রে জানা গেছে, নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে গত দুই মাসে মোট ছয় জনের মৃত্যু হয়েছে। তাঁরা প্রত্যেকেই খেজুরের কাঁচা রস পান করেছিলেন। প্রত্যেকেই জ্বরের মতো সাধারণ লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। 

এ বিষয়ে হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. আজিজুল হক আজকের পত্রিকাকে বলেন, অসচেতনতার কারণে নিপাহ ভাইরাসে মানুষ আক্রান্ত হচ্ছে। খেজুরের কাঁচা রস পানের বিষয়ে সতর্ক হতে হবে। তবে রস ফুটিয়ে পান করলে কোনো সমস্যা নেই। আজ বৃহস্পতিবার পর্যন্ত রামেক হাসপাতালের বিশেষ ওয়ার্ডে নিপাহ ভাইরাসে আক্রান্ত সন্দেহে ছয়জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা