হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহী বিশ্ববিদ্যালয়

শিক্ষার্থীদের বাধায় রক্ষা পেল দুটি গাছ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নবাব আব্দুল লতিফ হলের সামনে থাকা গাছের কেটে ফেলা অংশ। ছবিটি গতকাল সকালে তোলা। ছবি: আজকের পত্রিকা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নবাব আব্দুল লতিফ হলের সামনে শিক্ষার্থীদের নিরাপত্তার কারণ দেখিয়ে দুটি কাঁঠালগাছ কাটার উদ্যোগ নিয়েছে হল প্রশাসন। গতকাল শুক্রবার সকালে গাছ দুটি কাটার কাজ শুরু হলে শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে তা আপাতত স্থগিত করা হয়েছে।

সরেজমিনে দেখা যায়, হলের সামনের দুটি কাঁঠালগাছের মধ্যে একটির অর্ধেক অংশ কেটে ফেলা হয়েছে। বাকি অংশ কাটার প্রক্রিয়া শুরু হলে শিক্ষার্থীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাধা দেন। ফলে গাছটি অর্ধকাটা অবস্থায় থাকে। এ ছাড়া অন্য গাছটিরও কিছু ডালপালা কাটা অবস্থায় দেখা গেছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী রাবি গ্রিন ভয়েসের সাবেক সম্পাদক ও ফোকলোর বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আহসান হাবীব বলেন, ‘আমি পাশের আমীর আলী হলে থাকি। সকালে বিকট শব্দে আমার ঘুম ভাঙে। বাইরে বেরিয়ে দেখি কাঁঠাল ধরা গাছগুলো কেটে ফেলা হচ্ছে, যেখানে অনেক পাখির বাসাও ছিল।’

আহসান হাবীব আরও বলেন, ‘গাছ কাটার কারণ জানতে চাইলে কর্মরত ব্যক্তিরা জানান, গাছগুলো বিদ্যুতের তারের ওপর হেলে পড়েছে এবং যেকোনো সময় ছিঁড়ে পড়ে দুর্ঘটনা ঘটতে পারে। তাঁরা প্রাধ্যক্ষের স্বাক্ষর করা একটি অনুমতিপত্রও দেখান। কিন্তু আমরা দেখতে পাই, বিদ্যুতের তার গাছগুলো থেকে যথেষ্ট দূরে অবস্থিত।’

এ বিষয়ে জানতে চাইলে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক আতাউল্লাহ বলেন, ‘সম্প্রতি ঝড়ে হলের একটি কাঁঠালগাছের ডাল বিদ্যুতের তারের ওপর ভেঙে পড়েছিল, যা ছাত্রদের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করে। পরে বিদ্যুৎ অফিসের পরামর্শ এবং বর্ষা মৌসুমে দুর্ঘটনার পুনরাবৃত্তি এড়াতেই শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে গাছগুলো কাটার জন্য আবেদন করি। অনুমতি নিয়েই কাটার কাজ শুরু হয়।’

মৎস্যজীবী পরিচয়ে পুকুর ইজারা যুবলীগ নেতার

সেলিম রেজার মনোনয়নে কনকচাঁপার ‘আলহামদুলিল্লাহ’

কণ্ঠশিল্পী কনকচাঁপা বাদ, বিএনপির মনোনয়ন পেলেন সেলিম

ঈশ্বরদীর মা কুকুরকে দেওয়া হলো দুই ছানা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষককে বরখাস্ত, পাঁচ শিক্ষার্থীকে বহিষ্কার

রাজশাহীতে ট্রাকচাপায় শিশু নিহত, মহাসড়ক অবরোধ

রাজশাহীর রাজবাড়ি ভাঙার কাজ বন্ধ করল প্রশাসন

সাংবাদিকদের তালাবদ্ধ রাখার হুমকি দেওয়া যুবশক্তির দুই নেতাকে অব্যাহতি

রাজশাহীর ১১ পয়েন্টে পুলিশের ফোর্স মোবিলাইজেশন ড্রিল

রাজশাহীতে গুঁড়িয়ে দেওয়া হলো রাজবাড়ী