হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার ঘটনায় ভাইকে মারধর, গ্রেপ্তার ৫ 

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে তরুণদের মারপিটে এক স্কুলছাত্রীর ভাই আহত হওয়ায় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ বুধবার ভোরে রাজশাহীর চারঘাট উপজেলার টাঙ্গন পূর্বপাড়া এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার তরুণেরা হলেন ওই এলাকার মো. নাহিদ (২০), মো. জয় (২১), মো. মারুফ (২১), মো. রাকেশ (২০) ও মো. মাহি (২০)। র‍্যাব-৫-এর রাজশাহীর একটি দল এ অভিযান চালায়। আজ বুধবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‍্যাব।

র‍্যাব জানায়, প্রায় ৫ মাস আগে দুই স্কুলছাত্রী প্রাইভেট পড়া শেষ করে ভ্যানে করে বাসায় ফিরছিল। এ সময় ওই পাঁচ তরুণ তাদের উত্ত্যক্ত করেন। পরবর্তীতে এক ছাত্রীর চাচা এর প্রতিবাদ করলে তাঁকে মারধর করেন। ওই স্কুলছাত্রীর বাবা পরে এর প্রতিবাদ জানাতে গেলে তাঁকেও মারপিটের হুমকি দেওয়া হয়।

এরপর মঙ্গলবার ওই স্কুলছাত্রীর ভাই চারঘাটের ইউসুফপুর কৃষি উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল খেলা দেখতে গেলে তাকেও মারধর করেন বখাটেরা। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ নিয়ে ওই স্কুলছাত্রীর বাবা চারঘাট থানায় মামলা করেন। সে মামলায় এ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর