হোম > সারা দেশ > রাজশাহী

সহিংসতার মামলায় গোদাগাড়ী পৌরসভার ২ কাউন্সিলর কারাগারে

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার দুই কাউন্সিলরকে কারাগারে পাঠিয়েছেন আদালত। এর মধ্যে একজনকে পুলিশ গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছেন। অন্যজন আত্মসমর্পণ করে আদালতে হাজির হলে তাঁকে কারাগারে পাঠানো হয়। এ দুজন হলেন ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোফাজ্জল হোসেন মোফা এবং ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গতকাল বুধবার রাতে পৌর এলাকার মহিষালবাড়ি মহল্লার বাসা থেকে কাউন্সিলর মোফাকে গ্রেপ্তার করা হয়। গত ৫ আগস্ট ছাত্র-জনতার মিছিলে হামলার ঘটনায় করা একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ বৃহস্পতিবার পুলিশ তাঁকে আদালতে সোপর্দ করেন। এ সময় আদালত তাঁকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

কাউন্সিলর মোফাজ্জল হোসেন মোফার আইনজীবী সালাহ উদ্দিন বিশ্বাস বলেন, কাউন্সিলর মোফাজ্জল হোসেন মোফার নাম ছিল না মামলার এজাহারে। অজ্ঞাতপরিচয় আসামি হিসেবে তাঁকে গ্রেপ্তার করে সহিংসতার মামলায় চালান দেওয়া হয়। স্থানীয় বিএনপি নেতা আব্দুল হামিদ বাবলু এ মামলার বাদী। 

এদিকে গোদাগাড়ী থানার ওসি মনিরুল ইসলাম বলেন, ৫ আগস্টের ঘটনায় করা একটি সহিংসতার মামলার এজাহারভুক্ত আসামি গোদাগাড়ী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শহিদুল ইসলাম। আজ তিনি আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। তবে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত