বগুড়ার আদমদীঘিতে মোটরসাইকেলের ধাক্কায় আলতাফ আলী আত্তাব (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ সোমবার বগুড়া-নওগাঁ মহাসড়কের ছোট আখিড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আলতাফ আলী উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির পশ্চিম সিংড়া গ্রামের মৃত ছহির আলীর ছেলে এবং তিনি স্থানীয় একটি মসজিদের মুয়াজ্জিনের দায়িত্বে ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ (সোমবার) দুপুরে আলতাফ আলী বাড়ি থেকে বেরিয়ে ছোট আখিড়ার মোড়ে আসেন। পরে বগুড়া-নওগাঁ মহাসড়ক পার হওয়ার সময় বেপরোয়া গতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।
এ সময় পথচারীরা এগিয়ে এসে তাকে এবং আহত মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক আলতাফকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী আজকের পত্রিকাকে বলেন, ‘নিহতদের পরিবারের পক্ষ থেকে কারও কোনো অভিযোগ এখনো পাওয়া যায়নি।’