হোম > সারা দেশ > রাজশাহী

রুয়েটে ক্লাস শুরু ২৪ আগস্ট

রাবি প্রতিনিধি

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ২৪ আগস্ট থেকে স্নাতক ও স্নাতকোত্তরের সব বর্ষের ক্লাস শুরু হবে। এ ছাড়া আগামী মঙ্গলবার থেকে সব আবাসিক হলগুলো খুলে দেওয়ার নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 
 
১০ আগস্ট বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ১০৫তম জরুরি সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এ–সংক্রান্ত পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরীর স্বাক্ষর রয়েছে। সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানান তিনি। আজ রোববার বিজ্ঞপ্তি দুটি আজকের পত্রিকার হাতে এসেছে। 
 
এর আগে ১০ আগস্ট উপাচার্য বরাবর এক দিনের সময়সীমা (আলটিমেটাম) দিয়ে ক্যাম্পাসে সব ধরনের দলীয় রাজনীতি বন্ধসহ ১১ দফা দাবি জানিয়েছিলেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ দাবির পরিপ্রেক্ষিতে ওই দিনই সব ধরনের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের রাজনৈতিক সংগঠনের সঙ্গে জড়িত না থাকার জন্য বলা হয়। এ ছাড়া এই আদেশ অমান্যকারীদের বিশ্ববিদ্যালয়-সংশ্লিষ্ট বিধান অনুযায়ী শাস্তি দেওয়া হবে বলে পৃথক দুটি অফিস আদেশে জানানো হয়।

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত