হোম > সারা দেশ > রাজশাহী

রামেকের করোনা ইউনিটে ৮ মৃত্যু

প্রতিনিধি, রাজশাহী

গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও আটজনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে তাঁরা মারা যান। হাসপাতাল থেকে দেওয়া এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়, ২৪ ঘণ্টায় রাজশাহীর চারজন এবং নাটোর, নওগাঁ, পাবনা ও কুষ্টিয়ার একজন করে মারা গেছেন। এর মধ্যে রাজশাহীর একজন করোনা পজিটিভ ছিলেন। নাটোর ও কুষ্টিয়ার দুজন করোনা নেগেটিভ হলেও শারীরিক নানা জটিলতায় কোভিড ইউনিটে মারা গেছেন। অন্য পাঁচজন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে। 

মৃত আটজনের মধ্যে চারজন পুরুষ ও চারজন নারী। রামেক হাসপাতালের করোনা ইউনিটে চলতি মাসে এ নিয়ে ৬৮ জনের মৃত্যু হলো। শুক্রবার সকাল ৮টার আগের ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হয়েছেন ২৮ জন। ছাড়পত্র পেয়েছেন ১৩ জন। শুক্রবার সকাল ৮টা পর্যন্ত করোনা ইউনিটে মোট রোগী ছিলেন ১৫৯ জন। 

এর মধ্যে রাজশাহীর ৭৮ জন, চাঁপাইনবাবগঞ্জের ২১ জন, নাটোরের ১৫ জন, নওগাঁর ১৬ জন, পাবনার ১৫ জন, কুষ্টিয়ার আটজন, চুয়াডাঙ্গার চারজন এবং জয়পুরহাট ও মেহেরপুরের একজন করে রোগী ভর্তি ছিলেন।

জেলার সিভিল সার্জনের কার্যালয়ের হিসেবে, বৃহস্পতিবার রাজশাহীর ৪০৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ৪৩ জনের করোনা পজিটিভ হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণের হার ১০ দশমিক ৬৬ শতাংশ। 

রাজশাহী শহরের চার ফ্লাইওভার: কাজ শুরুর পর নকশা নিয়ে প্রশ্ন

হলফনামা বিশ্লেষণ: রাজশাহীর ৯২ শতাংশ প্রার্থীই উচ্চশিক্ষিত

বিএনপি কর্মীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করতে গিয়ে দুই ঠিকাদার কারাগারে

ঈশ্বরদীতে রাতের খাবার খেয়ে ৩০ শ্রমিক হাসপাতালে

পুলিশ স্বামীর ইউনিফর্ম পরে টিকটকে স্ত্রী, কনস্টেবল প্রত্যাহার

চাঁদা চাইতে গিয়ে পিটুনির শিকার বিএনপির কর্মী

রাবি ক্যাম্পাসে শিক্ষকের গাড়ির ধাক্কায় পা ভাঙল ছাত্রীর

রাজশাহীতে কলার হাটে ট্রাক উল্টে মৃতের সংখ্যা বেড়ে ৫

স্বামীর হাত ধরে ট্রেনে ওঠার সময় দুর্ঘটনায় প্রাণ গেল স্ত্রীর

‘আওয়ামী লীগ থেকে জামায়াতে আসেন, দায়দায়িত্ব আমাদের’