হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে ভগ্নিপতি হত্যা মামলায় যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

আমিনুল ইসলাম মিন্টু। ছবি: সংগৃহীত

রাজশাহীতে ভগ্নিপতিকে কুপিয়ে হত্যার ঘটনায় আমিনুল ইসলাম মিন্টু (৩৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল সোমবার রাত ৮টার দিকে রাজশাহী এয়ারপোর্ট থানার পালপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আমিনুল ইসলাম রাজশাহীর শাহমখদুম থানার ভুগরইল গ্রামের মৃত আবদুস সাত্তারের ছেলে। গত শনিবার (২২ মার্চ) পৈতৃক সম্পত্তি ভাগাভাগির সময় আমিনুল তাঁর বোন শারমিন সুলতানার স্বামী রুহুল আমিনের (৩৮) সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ান। একপর্যায়ে হাতে থাকা হাঁসুয়া দিয়ে রুহুল আমিনকে কোপ দেন সম্বন্ধী আমিনুল। হাসপাতালে নেওয়া হলে রুহুল আমিনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় রুহুল আমিনের বাবা বাদী হয়ে মামলা করেছেন।

আজ মঙ্গলবার সকালে এক বিজ্ঞপ্তিতে র‍্যাব এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, হত্যাকাণ্ডের পর থেকে মামলার প্রধান আসামি আমিনুল ইসলাম পলাতক ছিলেন। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি র‍্যাব ছায়া তদন্ত করছিল। আমিনুলের অবস্থান নিশ্চিত হয়ে র‍্যাব তাঁকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারের পর তাঁকে শাহমখদুম থানায় হস্তান্তর করা হয়েছে।

স্বামীর হাত ধরে ট্রেনে ওঠার সময় দুর্ঘটনায় প্রাণ গেল স্ত্রীর

‘আওয়ামী লীগ থেকে জামায়াতে আসেন, দায়দায়িত্ব আমাদের’

ভেকু দিয়ে যুবক হত্যায় আরও একজন গ্রেপ্তার, এখনো অধরা বিএনপি নেতারা

রাজশাহীতে কলার হাটে উল্টে পড়ল বালুবাহী ট্রাক, নিহত ৪

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভ্যানচালক ফারুক হত্যা মামলার ৬ আসামি পালানোর সময় গ্রেপ্তার

সিরাজগঞ্জে ৯২৩ ভোটকেন্দ্রের ১৭৮টি ‘অধিক ঝুঁকিপূর্ণ’

নাগরিকত্ব ছেড়ে যুক্তরাজ্যপ্রবাসীর মনোনয়নপত্র দাখিল, হলফনামায় নেই স্বাক্ষর

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে রাজশাহী

রাজশাহীতে কৃষক লীগ নেত্রী ও আ.লীগ সমর্থক আইনজীবীর মনোনয়নপত্র দাখিল