হোম > সারা দেশ > রাজশাহী

শিশুদের আঁকা ছবিতে বরেন্দ্র অঞ্চলের খরা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

খরায় পুড়ছে জমির ধান। পাশে বসে থাকা কৃষকের মাথায় হাত। বরেন্দ্র অঞ্চলের খরা নিয়ে এ রকম একটি ছবি এঁকেছে এক শিশু। আরেক শিশুর ছবিতে আঁকা হয়েছে গরমের চিত্র। বৃক্ষ নিধন করে অতিরিক্ত দালান কোঠা নির্মাণের ফলে গরম বেশি এ রকম ছবি এঁকেছে আরেক শিশু। 

আজ বৃহস্পতিবার সকালে রাজশাহী নগরীর ফুলতলা এলাকায় শিশুদের এই চিত্রাঙ্কনের আয়োজন করা হয়। জলবায়ু ও আবহাওয়া পরিবর্তনে, অধিক গরম, রোদে ও তাপের কারণে তাদের মনে যা আসে তাই আঁকতে বলা হয়েছিল শিশুদের। 

ফুলতলা এলাকার তৃতীয় শ্রেণির রুকাইয়া রুকু (১০) রং পেনসিলে ফুটিয়ে তোলে খরা প্রবণ বরেন্দ্র অঞ্চলের খরার চিত্র। অত্যধিক খরার কারণে কৃষকের জমির আবাদ নষ্ট হয়েছে, জমি ফেটে যাওয়ার কারণে কৃষকের মাথায় হাত উঠেছে এমন চিত্র এঁকেছে সে। 
 
একই পাড়ার দ্বিতীয় শ্রেণির সিনথিয়া (৮) এঁকেছে খরার কারণে গাছ মরে যাচ্ছে। এদিকে চতুর্থ শ্রেণির ইয়াসিন আলী (১২) নগরে দালান-কোঠা আর একটি ছোট্ট জায়গায় একটি গাছের বেড়ে ওঠার চিত্র এঁকেছে। 

ছোট শিশুদের মনের কথা ও ভালো লাগার কথা ছবির মাধ্যমে আঁকতে এমন ব্যতিক্রমী আয়োজনটি করে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী যুব সংগঠন ‘ছোট্ট স্বপ্ন’। এতে সহযোগিতা করে উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিক। 
 
অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আবু মুসা। তিনি বলেন, ‘বস্তির শিশুদের আমরা শিক্ষা উপকরণ দিই। বিভিন্ন দুর্যোগের সময় আমরা প্রান্তিক মানুষদের সহায়তা করে থাকি। একই সঙ্গে পরিবেশ শিক্ষা এবং মননশীল প্রজন্ম তৈরিতে আমরা কাজ করছি। এর অংশ হিসেবেই শিশুদের নিয়ে এসব চিত্রাঙ্কনের আয়োজন করা হয়।’

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর