বগুড়ার শেরপুরে বাসের ধাক্কায় গঙ্গা রানী (৫৩) নামের এক পথচারী নিহত হয়েছেন।
আজ রোববার দুপুর পৌনে তিনটার দিকে পৌর শহরের ঢাকা বগুড়া মহাসড়কে বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত গঙ্গা রানী উপজেলার বিশালপুর ইউনিয়নের উদগ্রামের বাসিন্দা।
স্থানীয়দের বরাত দিয়ে শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন মাস্টার নাদির হোসেন বলেন, ‘গঙ্গা রানী মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে বগুড়াগামী একটি বাস তাঁকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই নারীর। আমরা খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছ হস্তান্তর করেছি।’
শেরপুর হাইওয়ে পুলিশের ইনচার্জ (পরিদর্শক) আব্দুল ওয়াদুদ বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আব্দুল ওয়াদুদ আরও বলেন, তাৎক্ষণিক বাসটিকে শনাক্ত সম্ভব হয়নি। শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত আছে।