হোম > সারা দেশ > রাজশাহী

গোদাগাড়ীতে আগুনে পুড়ে কিশোরীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় আগুন লেগে পাঁচটি বাড়ি পুড়ে গেছে। এর মধ্যে একটি বাড়ির ঘরে শুয়ে থাকা এক কিশোরীর মৃত্যু হয়েছে আগুনে পুড়ে। গতকাল রোববার সন্ধ্যার পরে পদ্মা নদীর ওপারে চর আষাড়িয়াদহ ইউনিয়নের চর বয়ারমারি গ্রামে এ ঘটনা ঘটে। 

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মাসুদ রানা উজ্জল জানান, রান্নার চুলা থেকে প্রথমে গ্রামের শফিকুল ইসলামের বাড়িতে আগুন লাগে। এরপর আগুন ছড়িয়ে পড়ে নাজমুল, আব্দুল জলিল, ইমাম হোসেন ও সাইদুর রহমানের বাড়িতে। আগুন লাগার সময় শফিকুলের মেয়ে জান্নাতুল ফেরদৌস (১৭) ঘরেই শুয়ে ছিল। সে আগুনে পুড়ে মারা গেছে। 

ইউপি সদস্য জানান, গ্রামটি পদ্মা নদীর ওপারে বলে সেখানে ফায়ার সার্ভিসের গাড়ি যেতে পারেনি। তাই দ্রুতই আগুন একে একে পাঁচটি বাড়িতে ছড়িয়ে পড়ে। আজ সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) সবুজ হাসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

সবুজ হাসান নিহত জান্নাতুল ফেরদৌসের পরিবারকে ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা দিয়েছেন। এ ছাড়া ক্ষতিগ্রস্ত অন্যদের দুই হাজার টাকা, ২০ কেজি চাল এবং শাড়ি ও লুঙ্গি দিয়েছেন। দ্রুতই এসব পরিবারকে ঢেউটিন দিয়ে ঘর করে দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার

সীমান্ত দিয়ে আসা অস্ত্র দেশের নিরাপত্তার জন্য হুমকি: বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার

বাঘায় অস্ত্র, গুলিসহ যুবক আটক

রাজশাহীতে তাপমাত্রা নামল ৭ ডিগ্রিতে

রাজশাহীর ৬ আসন: দুই দলের ৮ প্রার্থীর ভরসা ধারের টাকা

গাড়িতে মিলল ৩৭ লাখ টাকা, এলজিইডির প্রকৌশলীর বিরুদ্ধে দুদকের মামলা

রাজশাহীতে ৯ স্বতন্ত্র প্রার্থীর সবার মনোনয়নপত্র বাতিল

র‍্যাব পরিচয়ে কম্বল বিতরণের কথা বলে ৫ লাখ টাকা আত্মসাৎ, প্রতারক গ্রেপ্তার

সিরাজগঞ্জে ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা