হোম > সারা দেশ > রাজশাহী

গোদাগাড়ীতে আগুনে পুড়ে কিশোরীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় আগুন লেগে পাঁচটি বাড়ি পুড়ে গেছে। এর মধ্যে একটি বাড়ির ঘরে শুয়ে থাকা এক কিশোরীর মৃত্যু হয়েছে আগুনে পুড়ে। গতকাল রোববার সন্ধ্যার পরে পদ্মা নদীর ওপারে চর আষাড়িয়াদহ ইউনিয়নের চর বয়ারমারি গ্রামে এ ঘটনা ঘটে। 

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মাসুদ রানা উজ্জল জানান, রান্নার চুলা থেকে প্রথমে গ্রামের শফিকুল ইসলামের বাড়িতে আগুন লাগে। এরপর আগুন ছড়িয়ে পড়ে নাজমুল, আব্দুল জলিল, ইমাম হোসেন ও সাইদুর রহমানের বাড়িতে। আগুন লাগার সময় শফিকুলের মেয়ে জান্নাতুল ফেরদৌস (১৭) ঘরেই শুয়ে ছিল। সে আগুনে পুড়ে মারা গেছে। 

ইউপি সদস্য জানান, গ্রামটি পদ্মা নদীর ওপারে বলে সেখানে ফায়ার সার্ভিসের গাড়ি যেতে পারেনি। তাই দ্রুতই আগুন একে একে পাঁচটি বাড়িতে ছড়িয়ে পড়ে। আজ সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) সবুজ হাসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

সবুজ হাসান নিহত জান্নাতুল ফেরদৌসের পরিবারকে ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা দিয়েছেন। এ ছাড়া ক্ষতিগ্রস্ত অন্যদের দুই হাজার টাকা, ২০ কেজি চাল এবং শাড়ি ও লুঙ্গি দিয়েছেন। দ্রুতই এসব পরিবারকে ঢেউটিন দিয়ে ঘর করে দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।

দুয়ারেই বিষাক্ত ধোঁয়া দম বন্ধ পড়াশোনা

রাজশাহীতে কৃষক লীগ নেত্রী ও আ.লীগ সমর্থক আইনজীবীর মনোনয়নপত্র দাখিল

খালেদা জিয়ার মৃত্যু: শোকে স্তব্ধ বগুড়াবাসী

কম্বল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার