হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০

সিরাজগঞ্জ প্রতিনিধি  

হাসপাতালে ভর্তি আহতরা। ছবি: আজকের পত্রিকা

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচজনকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে সড়াতৈল গ্রামে এ ঘটনা ঘটে।

হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন কায়েমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল আলিম বাঘা, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান আনিছ, তাঁর ছোট ভাই সেলিম রেজা, যুবদলের সদস্য হাসান আলী, স্বেচ্ছাসেবক দলের ৩ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক আল আমিন হোসেন ও মোবারক হোসেন।

আহতদের মধ্যে যুবদলের সদস্য হাসান আলীকে ঢাকায় নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কায়েমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মান্নান বলেন, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ রয়েছে। এ বিষয়ে শাহজাদপুর উপজেলা ও জেলা বিএনপি বরাবর লিখিত অভিযোগ করা হয়। উপজেলা বিএনপি তাঁকে শোকজ করে। এরপর থেকে সাইফুল ইসলাম অভিযোগকারীদের ওপর ক্ষুব্ধ হন। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এই এলাকায় আওয়ামী লীগকে পুনর্বাসন করছেন সাইফুল ইসলাম। ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল আলিম বাঘাসহ নেতা-কর্মীরা প্রতিবাদ করলে তাঁদের ওপর ক্ষুব্ধ হন তিনি। এরই জেরে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে সড়াতৈল গ্রামে অতর্কিত হামলা চালান সাইফুল ইসলাম ও তাঁর লোকজন। পরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে বিএনপির ১০ নেতা-কর্মী আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ বিষয়ে জানতে কায়েমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের মোবাইল ফোন কল করে সেটি বন্ধ পাওয়া যায়।

শাহজাদপুর থানার উপপরিদর্শক (এসআই) হারিছুর রহমান বলেন, আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি।

‘অপারেশন জিরো টলারেন্স ফর ফ্যাসিজম’ কর্মসূচি ঘোষণা রাকসুর জিএস আম্মারের

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড