হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

এবার কলেজছাত্র আসিফ হত্যা মামলায় গ্রেপ্তার হেনরী

সিরাজগঞ্জ প্রতিনিধি  

আদালতে সাবেক এমপি জান্নাত আরা হেনরী। ছবি: আজকের পত্রিকা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কলেজছাত্র আসিফ হোসাইনকে (১৯) হত্যার মামলায় সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জান্নাত আরা হেনরীকে গ্রেপ্তার (শ্যোন অ্যারেস্ট) দেখানো হয়েছে। মামলা দায়েরের এক মাস পাঁচ দিন পর তাঁকে গ্রেপ্তার দেখানো হলো।

আজ সোমবার বেলা ৩টার দিকে জান্নাত আরা হেনরীকে আদালতে হাজির করে পুলিশ। এর আগে হেনরীকে ওই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। আবেদনের শুনানি শেষে সিরাজগঞ্জ সদর আমলি আদালতের বিচারক কে এম শাহরিয়ার বাপ্পি হেনরীকে গ্রেপ্তার দেখিয়ে আদেশ দেন। এই মামলায় জান্নাত আরা হেনরী ১ নম্বর এজাহারভুক্ত আসামি।

সিরাজগঞ্জের অতিরিক্ত পিপি হুমায়ুন কবীর কর্নেল এ তথ্য নিশ্চিত করে বলেন, পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ হেনরীকে কলেজছাত্র আসিফ হোসাইন হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ রিমান্ডের আবেদন করবে।

এর আগে গত ২৩ মার্চ সিরাজগঞ্জ সদর আমলি আদালতে হেনরীসহ আওয়ামী লীগের ৭৭ নেতা-কর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ২০০-৩০০ জনকে আসামি করে আসিফ হোসাইনের মা আসমানী খাতুন মামলা করেন।

মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগ মনোনীত সিরাজগঞ্জ-১ আসনের সাবেক এমপি ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের ছেলে তানভীর শাকিল জয়, সদর থানা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাকিম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুর বারী, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুবেল, কাজীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খলিলুর রহমান শিরাজী, কাজীপুর পৌরসভার সাবেক মেয়র আব্দুল হান্নান, সদর উপজেলার বাগবাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমজাদ হোসেন ও সাধারণ সম্পাদক ইউসুফ আলী।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর গত ৩০ সেপ্টেম্বর মৌলভীবাজারের বর্শিছড়া থেকে জান্নাত আরা হেনরী ও তাঁর স্বামী শামীম তালুকদার লাবুকে গ্রেপ্তার করে র‍্যাব। পরে সিরাজগঞ্জ জেলা যুবদলের সহসভাপতি সোহানুর রহমান রঞ্জু হত্যা মামলায় ২ অক্টোবর তাঁদের আদালতে হাজির করে পুলিশ। আজ তাঁকে কলেজছাত্র আসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো।

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান

সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ২

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক