হোম > সারা দেশ > রাজশাহী

বগুড়ায় ইয়াবাসহ গ্রেপ্তার স্কুলদপ্তরি কারাগারে

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শেরপুরে ২০টি ইয়াবা ট্যাবলেটসহ ইয়াছিন আলী (৩৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। আজ রোববার তাকে আদালতে হাজির করলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে শনিবার দিবাগত রাতে উপজেলার কুসুম্বি ইউনিয়নের কেল্লাপোষী বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেপ্তার যুবককে বাড়ি কুসুম্বি ইউনিয়নের উত্তর আমইনের পূর্বপাড়া গ্রামে। তিনি ওই ইউনিয়নের আমইন সরকারি প্রাথমিক বিদ্যালয় দপ্তরির চাকরি করেন। 

পুলিশ জানায়, শনিবার সন্ধ্যার পর ওই এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। রাত পৌনে ১১টায় কেল্লাপোষী বাজার এলাকায় একটি হোটেলের সামনে ইয়াছিন আলী নামে এক ব্যক্তিকে ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়। এ সময় তার কাছে জব্দ করা হয় ২০টি ইয়াবা ট্যাবলেট। 

এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘শনিবার রাতে তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। আজ রোববার তাকে আদালতের মাধ্যমে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে।’ 

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা শিক্ষা কর্মকর্তা কামরুল হাসান আজকের পত্রিকাকে বলেন, আমইন প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি ইনছান আলী। এ ঘটনা তিনি জেনেছেন। ইনছানকে সাময়িকভাবে বরখাস্ত করার প্রক্রিয়া চলমান রয়েছে।

১৮ দিন পর অপহৃত গরু ব্যবসায়ীর লাশ মিলল পদ্মা নদীতে

জাতীয় নির্বাচনের আগেই শাকসু দাবি রাবি শিবিরের

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী