বগুড়ার নন্দীগ্রামে ট্রাকচাপায় সুলতান মাহমুদ (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের আগাপুর ও মাঝগ্রামের মাঝামাঝি শ্রীরামপুকুর নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে।
জানা গেছে, তিনি জেলার কাহালু উপজেলার নিশ্চিন্তপুর শহরতলার মৃত রুহুল আমিনের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই মোটরসাইকেল আরোহী থালতা-মাঝগ্রাম দিয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে শ্রীরামপুকুর এলাকায় পৌঁছালে অজ্ঞাত একটি ট্রাক তাঁকে চাপা দিয়ে চলে যায়। এতে তার মাথা পুরোপুরি থেঁতলে যায় এবং ঘটনাস্থলেই মৃত্যু হয়।
নন্দীগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) নুরুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। মরদেহ উদ্ধারে পুলিশ ঘটনাস্থলে রয়েছে।’